Purulia News : ওভার ব্রিজ করতেই হবে, দাবিতে সরব বাসিন্দারা

Last Updated:

পুরুলিয়া শহরের গোশালা মোড়ে ওভার ব্রিজ তৈরির দাবিতে সরব এলাকার বাসিন্দারা। এই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

+
ওভার

ওভার ব্রিজ তৈরি নিয়ে শাসক বিরোধী দন্দ

#পুরুলিয়া : পুরুলিয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হল গোসালা মোড়। বহু নিত্য যাত্রীরা যাতায়াত করে থাকেন এই রাস্তার উপর দিয়ে। পুরুলিয়া - কোটশিলা রেল লাইনের উপর অবস্থিত রেল গেটটিতে ওভারব্রিজ তৈরির দাবি জানাচ্ছেন শহরের বাসিন্দারা। শহরবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দাবি রয়েছে ওভারব্রিজের। নিত্যদিন এই এলাকার উপর দিয়ে বহু মানুষ যাতায়াত করে। নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। ওভারব্রিজটি অবিলম্বে তৈরি করার দাবি রাখেন তারা।
আরও পড়ুন Cricketer Death: কেন এভাবে মৃত্যু হল উঠতি তরুণ ক্রিকেটরের? চাঞ্চল্য এলাকাজুড়ে
এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি বিবেকরাঙা বলেন, পুরুলিয়া দু নম্বর ব্লকের হাতোয়াড়াতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকটি ইউনিট স্থানান্তরিত করা হয়েছে ওই এলাকায়। যার ফলে বহু মুমূর্ষ রোগীদের নিয়ে রেলগেট পার হয়ে হাসপাতালে যেতে হয় রোগীর পরিজনদের‌। যে কোনও সময় হতে পারে বড়সড়ো দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন Cricketer Death: কেন এভাবে মৃত্যু হল উঠতি তরুণ ক্রিকেটরের? চাঞ্চল্য এলাকাজুড়ে
অপরদিকে এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালী বলেন, ওই লেভেল ক্রসিং এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিভিন্ন জেলা প্রশাসনিক মিটিং এ বারংবার ওই এলাকায় ওভারব্রিজ তৈরি করার দাবি রাখা হয়েছে। কাজ শুরু হওয়ার পরেও কাজ থমকে যাওয়ার কী কারণ রয়েছে তা কেন্দ্রীয় সরকারই বলতে পারবে। বিরোধীরা যে দাবি করেছে জমি সংক্রান্ত কারণে কাজ থমকে রয়েছে তার যথাযথ নথি দেওয়া হোক আমি নিজেই উদ্যোগ নিয়ে ওভার ব্রিজ তৈরির কাজ সম্পন্ন করব।
advertisement
advertisement
গোশালা মোড়ের লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় ওভারব্রিজ তৈরি হওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কবে এই এলাকায় ওভার ব্রিজ তৈরি হবে সেই দিকেই তাকিয়ে শহরবাসী।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : ওভার ব্রিজ করতেই হবে, দাবিতে সরব বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement