Purulia News: ভরা গ্রীষ্মের মাঝেই বর্ষার আবাহনে পালিত হল মাটির উৎসব রোহিণী

Last Updated:

Purulia News: কৃষিজীবী মানুষের অগাধ বিশ্বাস জড়িয়ে থাকে এই উৎসবকে কেন্দ্র করে

+
রহিনী

রহিনী উৎসব‌ পালন পুরুলিয়ায়

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : মানভূম জেলার কৃষিজীবী মানুষদের অন্যতম উৎসব রোহিণী। প্রতিবছর ১৩ জ্যৈষ্ঠ এই উৎসবের আনন্দের মেতে ওঠেন গোটা মানভূমের মানুষ। জঙ্গলমহলের অতি জনপ্রিয় একটি উৎসব এই রোহিণী। মূলত মাটির উৎসব বলা হয়ে থাকে এই  উৎসবকে। ভরা গ্রীষ্মের মাঝেই বর্ষার আহ্বানে এই উৎসব পালিত হয়। কৃষিজীবী মানুষের অগাধ বিশ্বাস জড়িয়ে থাকে এই উৎসবকে কেন্দ্র করে। কৃষকদের বিশ্বাস , এই দিন চাষের জমিতে বীজ ফেললে ফসলে পোকা বা রোগ হয় না। চাষের ফলনও ভাল হয়ে থাকে। বাড়ির মেয়ে বউরা দেওয়ালে গোবরের রেখা দিয়ে গণ্ডি কাটেন ।
অনেকে মাটি সংগ্রহ করে তুলসি মঞ্চ প্রতিষ্ঠা করে থাকেন এই দিন। মনের বিশ্বাস থেকেই তারা এ সকল কাজ গুলি করে থাকেন। আর এইদিন থেকেই কৃষকেরা চাষের কাজে হাত লাগান। এ বিষয়ে কৃষকেরা জানান , তারা পূর্বপুরুষদের আমল থেকে রোহিণী উৎসব পালন করে আসছেন। তাদের জীবন জীবিকা নির্বাহের অন্যতম একটি অঙ্গ এই উৎসব।
advertisement
advertisement
এইদিন নানা সাজে সেজে বাদ্যযন্ত্র বাজিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা পাড়ায় পাড়ায় ঘুরে উৎসবের আনন্দে মেতে ওঠে। আধুনিকতার ছোঁয়া মানভূমির লোকসংস্কৃতির কোমল হৃদয় স্পর্শ করলেও আজও মানভূমের বহু মানুষ পূর্বপুরুষদের ঐতিহ্য ও রীতিনীতিকে সসম্মানে ধরে রেখেছেন। তাইতো আজও জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে সাড়ম্বরের সাথে পালিত হয় রোহিণী উৎসব‌।
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ভরা গ্রীষ্মের মাঝেই বর্ষার আবাহনে পালিত হল মাটির উৎসব রোহিণী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement