WB Panchayat Election 2023: নার্সিং পাঠ শেষ করে রাজনীতিতে, ভোট ময়দানে নজর কাড়ছেন এই তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
WB Panchayat Election 2023: বাংলার উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যেই সকাল থেকে রাত্রি প্রচারে ঝড় তুলছেন। সঙ্গে কর্মী সমর্থক নেহাত কম নেই।
সৈকত শী, তমলুক: ২৩ এর পঞ্চায়েত নির্বাচনে ‘পরিবর্তনের পরিবর্তন’ আনতে ময়দানে বছর ২২ এর যুবতী প্রিয়াঙ্কা মান্না। নির্বাচন ময়দানে দাপিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। ২২ বছর বয়সি প্রিয়াঙ্কা মান্না, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের জেলা পরিষদের ছয় নম্বর আসনের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী। সদ্য নার্সিং পড়া শেষ করে রাজনীতিতে।
এবার তমলুক ব্লকের ৬ নম্বর জেলা পরিষদের আসনে তৃণমূলের আলেমারা বিবি এবং সিপিআইএমের প্রার্থী এসেমা তারা খাতুনের সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন প্রিয়াঙ্কা। বাংলার উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যেই সকাল থেকে রাত্রি প্রচারে ঝড় তুলছেন। সঙ্গে কর্মী সমর্থক নেহাত কম নেই।
আরও পড়ুন : যদি পরকীয়া করে! স্ত্রীকে পড়াশোনা করে সরকারি চাকরিতে যোগ দিতে দেবেন না স্বামী!
বর্তমান সময়ে যখন রাজনীতিতে সেভাবে আসতে চাইছে না যুব সমাজ, সেখানে প্রিয়াঙ্কার এইভাবে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এক নজির তৈরি হয়েছে। বাবা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত থাকলেও মেয়ে প্রিয়াঙ্কা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। এ বছর এলাকায় জেলা পরিষদের মহিলা প্রার্থী তিনি। বাবা প্রার্থী হওয়ার কথা বলেন। বাবার কথা অমান্য করতে না পেরেই ভোটের ময়দানে নামা। কম বয়স হওয়ায় প্রথম প্রথম নার্ভাস লাগছিল। কিন্তু এলাকার মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে মনোবল অনেকটাই বেড়েছে, নার্ভাসনেস কেটেছে। জেতার দিক দিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে জানান প্রিয়াঙ্কা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2023 8:10 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
WB Panchayat Election 2023: নার্সিং পাঠ শেষ করে রাজনীতিতে, ভোট ময়দানে নজর কাড়ছেন এই তরুণী