East Medinipur News: 'শব্দ দানব আর নয়, শান্তি ফিরুক বিশ্বময়',  ডিজে বা মাইক প্রতিরোধে বিশেষ  অঙ্গীকার!

Last Updated:

East Medinipur News: "শব্দ দানব আর নয়, শান্তি ফিরুক বিশ্বময়" উৎসবের মরসুমে যাতে ডিজের দাপটে শব্দ দূষণ রোধের লক্ষ্যে অঙ্গীকার। 

+
Tamluk

Tamluk police station 

তমলুক: “শব্দ দানব আর নয়, শান্তি ফিরুক বিশ্বময়” উৎসবের মরসুমে যাতে ডিজের দাপটে শব্দ দূষণ রোধের লক্ষ্যে মেদিনীপুর জেলার তমলুকে অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং ও সবুজ মঞ্চের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভায় জেলার বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি কলকাতার সবুজ মঞ্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি ওই সভায় উপস্থিত ছিল সাউন্ড সিস্টেম মালিকেরা। আর কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। উৎসব মুখর দিনগুলিতে শব্দ দানবের দাপাদাপি লক্ষ্য করা যায়। শব্দ দানব প্রতিরোধ করা যায় তার জন্যই এই পদক্ষেপ।
বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির উৎসবের শুরু। আর উৎসব মানেই শব্দ দানবের দাপাদাপি। এরপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ পরিবেশ। সমাজ ও পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব সবারই। সমাজকে সুস্থ রাখার প্রয়াস জারি রাখল তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং। মূলত তাদেরই উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সাউন্ড সিস্টেম ওনার্স শব্দদানব রুখতে পদক্ষেপ গ্রহণ করল। তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং এর পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত থিম মেকার গৌরাঙ্গ কুইল্যা জানান, শব্দ বিভিন্ন ধরনে। মায়ের কোলে ঘুমানোর সময় মায়ের মুখের গানও শব্দ। সেই শব্দ মিষ্টি মধুর। কিন্তু বর্তমান সময়ে যে শব্দ আমাদের কানে আসে তা সাধারন মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। এই শব্দের প্রতিবাদ করছি।’
advertisement
advertisement
উৎসব মানেই শব্দ আর শব্দ সুরেই হয় উৎসবের আনন্দ। চাই শ্রুতিমধুর শব্দ। তারস্বরে বিকৃত শব্দ নয়। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক স্বরূপ দত্ত জানান, বিভিন্ন মানুষের কথা বলার শব্দ বিভিন্ন ধরনের হয়ে থাকে। কারো কাছে মধুর আবার কারো কাছে কর্কশ। আমরা চাইছি কর্কশটার পরিবর্তে শ্রুতিমধুর হোক।’ দৃশ্য দূষণ জল দূষণ বায়ুদূষণের পাশাপাশি যে হারে শব্দ দূষন হচ্ছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। আর এই শব্দ শুনে প্রভাব সবচেয়ে বেশি গ্রাম্য এলাকায়। গ্রাম্য এলাকার মানুষদের সচেতন হতে হবে। মানুষ সচেতন হলেই তবেই সমাজ সুন্দর হয়ে ওঠে।শব্দ দূষণ প্রতিরোধে আগামী দিনে সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায় তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং সংস্থার সদস্যরা।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: 'শব্দ দানব আর নয়, শান্তি ফিরুক বিশ্বময়',  ডিজে বা মাইক প্রতিরোধে বিশেষ  অঙ্গীকার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement