লক্ষ্য প্লাস্টিক মুক্ত পরিবেশ ও সবুজায়ন, দিঘায় সফলভাবে আয়োজিত হল বিচ ম্যারাথন 

Last Updated:

বড়দিনের উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও রোড রেস অ্যাসোসিয়নের উদ্যোগে প্রথমবার দিঘা বিচ ম্যারাথন সফলভাবে আয়োজিত হল। 

+
Digha

Digha Marathon 2022

দিঘা: বড়দিনের উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও রোড রেস অ্যাসোসিয়নের উদ্যোগে প্রথমবার দিঘা বিচ ম্যারাথন সফলভাবে আয়োজিত হল। পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে দিঘায় বিচ ম্যারাথন প্রতিযোগিতার কথা ঘোষণা করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার কে অমরনাথ। ২৪ ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও রোড রেস এসোসিয়নের উদ্যোগে এই দিঘা বীচ ম্যারাথনে সব বিভাগ মিলিয়ে প্রায় দুই হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে দিঘায় শুরু হয় বিচ ম্যারাথন। ম্যারাথনে সব ২১ কিলোমিটার ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার মিলিয়ে একাধিক ক্যাটাগরি ছিল। এই বিচ ম্যারাথন সফল করার জন্য জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি থানায় থানায় ডিসেম্বর মাসের বিভিন্ন দিন প্রোমো ম্যারাথন করা হয়। আর এদিন দিঘা হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে শুরু করে দিঘা গেট হয়ে নায়কালি মন্দির এবং দিঘা বাইপাস হয়ে শেষ হয় দিঘা হাসপাতাল মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় ম্যারাথন প্রতিযোগিতা।
advertisement
advertisement
প্রতিযোগিতার শেষে প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের মেডেল ও পুরস্কার এর অর্থ মূল্য চেক তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন, রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, এ ডি জি, পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং, ডি আই জি, মেদিনীপুর রেঞ্জ প্রসূন ব্যান্দোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে। মূলত প্লাস্টিক মুক্ত এবং দিঘার পরিবেশকে সবুজায়ন করার লক্ষ্যেই এই ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
লক্ষ্য প্লাস্টিক মুক্ত পরিবেশ ও সবুজায়ন, দিঘায় সফলভাবে আয়োজিত হল বিচ ম্যারাথন 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement