East Medinipur News- নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার পানের বোরজ থেকে, এলাকায় চাঞ্চল্য

Last Updated:

নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার ঘিরে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় চাঞ্চল্য

+
তমলুক

তমলুক থানা

#তমলুক: নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল পান বরজ এর মধ্যে থেকে। ২৮ মার্চ সোমবার ঘটনাটি ঘটেছে তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম অনন্ত কান্ডার। বয়স ৫১ বছর। নিখোঁজ থাকার পর এদিন প্রতিবেশীর পানের বোরজ থেকে উদ্ধার হয় অনন্ত কান্ডারের মৃতদেহ। তমলুক থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার কাজে বেরিয়ে যায় অনন্ত। তার পর থেকে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে বাড়ির কিছুটা দূরে পান বোরজের মধ্যে পড়ে থাকতে দেখতে পায় পান বোরজে কাজ করতে যাওয়া মানুষজন। পুলিশকে খবর দেওয়া হলে তারা দেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিছক আত্মহত্যা না কি মৃত্যুর পিছনে অন্য কোন ঘটনা লুকিয়ে আছে, তা জানার জন্য মৃতদেহ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে আত্মহত্যা নাকি অন্য কিছু।
তমলুক থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মৃতের ছেলে অভিজিৎ কান্ডার জানায়, ''বাবা কাজে বেরোনোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তাই আর অতটা খোঁজাখুঁজি করা হয়নি।'' ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে ছুটে যান তাম্রলিপ্ত পুরসভার ঐ ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ অন্যান্যরা। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিখোঁজ থাকার পর মৃত অনন্ত কান্ডারের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার পানের বোরজ থেকে, এলাকায় চাঞ্চল্য
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement