East Medinipur News: চা খেতে বেরিয়ে বিপত্তি! যা ঘটল যুবকের সঙ্গে কল্পনা করতে পারবেন না
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
Last Updated:
স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যবসার কাজে বেরিয়ে দোকানে গিয়েছিল চা খেতে। আর চা খেতে খেতেই আচমকাই বিপত্তি। চরম পরিণতি হল এক যুবকের।
পাঁশকুড়া: চা খেতে গিয়ে আচমকা বিপত্তি। চরম পরিণতি হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি অঞ্চলের পূর্ব শুকুতিয়া গ্রামে বিশাল গাছ পড়ে বিপত্তি। মৃত্যু হয় পঞ্চানন সামন্ত নামে এক ফুচকা বিক্রেতার। একটি মস্ত বড় খিরিশ গাছ পড়ে বিদ্যুৎ এর খুঁটির হাইটেনশন তারের ওপরে। যার ফলে তিনটি বিদ্যুৎ এর খুঁটি ভেঙে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
দোকানের ভেতর থেকে ছুটে বেরিয়ে আসার আগেই দোকানের বিশাল আকৃতির খিরিশ গাছ চা দোকানের ওপর ভেঙে পড়ে। আর তাতেই ঘটনাস্থলেই মারা যায় পুরুষোত্তমপুর গ্রামের পঞ্চানন সামন্ত। আহত হয় চা দোকানের মালিক সহ বেশ কিছু চা প্রেমী খদ্দের।
আরও পড়ুন: রাজার কছে অনুমতি নিয়ে পুকুরে বিলীন হয়েছিলেন দেবী, এই মন্দিরের কাহিনি জানলে গায়ে কাঁটা দেবে
advertisement
advertisement
স্ত্রীয়ের সঙ্গে ফুচকা ফুচকা বিক্রির পর ওই দোকানে চা খেতে যায় পঞ্চানন। চা খাওয়ার সময় ঘটনাস্থলেই তাঁর ওপর গাছ পড়ে মৃত্যু হয় । দুর্ঘটনার জেরে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে থাকে বেশ কিছুক্ষণ। চায়ের নেশাই কাল হল ওই ফুচকা বিক্রেতার। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে।
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 6:25 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: চা খেতে বেরিয়ে বিপত্তি! যা ঘটল যুবকের সঙ্গে কল্পনা করতে পারবেন না