East Medinipur News- শিল্পাঞ্চল শহর হলদিয়ায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা! কল কারখানার নিরাপত্তা খতিয়ে দেখতে শহরে দুই সদস্যের কমিটি
- Published by:Samarpita Banerjee
Last Updated:
হলদিয়া শিরোনামে থাকে প্রায়ই বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগের ঘটনায়। সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কার্পোরেশন কারখানার অগ্নিকান্ডের জেরে ডাইরেক্টর অফ ফ্যাক্টরিস এর নির্দেশে দুই সদস্যের পরিদর্শন কমিটি তৈরি হল
#হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়া। হলদিয়া শিরোনামে থাকে প্রায়ই বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় (East Medinipur News)। সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কার্পোরেশন কারখানার অগ্নিকান্ডের জেরে ডাইরেক্টর অফ ফ্যাক্টরিস এর নির্দেশে দুই সদস্যের পরিদর্শন কমিটি তৈরি হল। হলদিয়া শিল্পাঞ্চল শহরের বিভিন্ন কারখানা পরিদর্শন করে দ্রুত রিপোর্ট জমা দেবে এই কমিটি। উল্লেখ্য, ২০২১ সালের ২১ ডিসেম্বর হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারি কারখানা শাটডাউন রেখে মেইনটেনেন্স এর কাজ চলাকালীন, ন্যাপথা ক্র্যাকার ইউনিট থেকে অগ্নিকাণ্ড ঘটে (East Medinipur News)। অগ্নিকাণ্ডের ঘটনায় চার জন অস্থায়ী কর্মী প্রাণ হারায়। আহত হয় ৪৩ জন অস্থায়ী কৰ্মী। এখনো বেশ কিছু আহত কর্মীর চিকিৎসা চলছে। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করে পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালস অগ্নিকান্ডের জেরে মৃত্যু হয় পাঁচ জন অস্থায়ী কর্মীর।
advertisement
হলদিয়া শিল্পাঞ্চলে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত কারখানার শ্রমিকেরা। হলদিয়া শিল্পাঞ্চলে বারবার অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন (East Medinipur News)। ইতিমধ্যে ২৪ জানুয়ারি রাজ্যের চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিস - এর পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে দুই সদস্যের পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে হলদিয়া শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শন করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, হলদিয়া শিল্পাঞ্চল শহরের যে সমস্ত কারখানা ‘মেজর অ্যাক্সিড্যান্ট থ্যাজার্ডস' বিভাগে নথিভুক্ত রয়েছে, সেই সমস্ত কারখানায় কর্মীদের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
advertisement
advertisement
ওই নির্দেশিকা জারি হওয়ার পর দুই সদস্যের কমিটি ইতিমধ্যেই হলদিয়া অঞ্চল শহরের বিভিন্ন কল-কারখানা নিরাপত্তা পরিদর্শনে এসেছে (East Medinipur News)। কারখানাগুলিতে মূলত কর্মী বা শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা এবং কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে তা দেখা হচ্ছে বলে জানা যায়। হলদিয়ার ফ্যাক্টরি ইনস্পেক্টর দেবায়ন দে জানান, "উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দুই সদস্যের কমিটি হলদিয়ায় এসে পৌঁছেছেন দুই ফেব্রুয়ারি। হলদিয়ার একাধিক কারখানা পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন কল কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা থেকে অন্যান্য সেফটি রুলস মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা খতিয়ে রিপোর্ট যাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে।"
advertisement
Saikat Shee
Location :
First Published :
February 05, 2022 9:36 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- শিল্পাঞ্চল শহর হলদিয়ায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা! কল কারখানার নিরাপত্তা খতিয়ে দেখতে শহরে দুই সদস্যের কমিটি