Liquor Sell Record|| বর্ষবরণে মদ বিক্রিতে রেকর্ড, পূর্ব মেদিনীপুরের আয় শুনলে মাথা ঘুরে যাবে

Last Updated:

Liquor Sell Record: বর্ষবরণের উৎসবে জেলায় ১১ কোটি টাকার মদ বিক্রি। ছাপিয়ে গেল ২৫ ডিসেম্বরের রেকর্ড...

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#দিঘা: এ যেন রেকর্ড ভাঙা গড়ার খেলা। ২৫ ডিসেম্বরের উৎসব আবহকে টেক্কা দিল ১ জানুয়ারি বর্ষবরণ উৎসবে মদের বিক্রি। বর্ষবরণ উৎসবে ১১ কোটি টাকার মত বিক্রি পূর্ব মেদিনীপুর জেলায়। মদ বিক্রিতে অন্য জেলার থেকে শীর্ষে পূর্ব মেদিনীপুর। উৎসব কিংবা পিকনিক মদ ছাড়া যেন অসম্পূর্ণ। অন্তত সেই তথ্যই তুলে ধরেছে পূর্ব মেদিনীপুর জেলা। জেলায় দু'দিনের মদ বিক্রি ১১ কোটি টাকার বেশি।
বর্ষবরণের আবহে ৩১ ডিসেম্বর শনিবার রাত্রি ও ১ জানুয়ারি রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রি হয়েছে ১১ কোটি ১০ লক্ষ টাকার বেশি। ইংরেজি নতুন বছরের শুরুর উৎসবের মেজাজ যে শুধু খাওয়া-দাওয়ার এর সীমাবদ্ধ ছিল না তা বোঝাই যায় পূর্ব মেদিনীপুর জেলার আবগারি দফতর সূত্রে পাওয়া তথ্যে।
আরও পড়ুনঃ বছরের শেষ দিনে দিঘায় উপচে পড়া ভিড় পর্যটকদের
পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমনি, এগরা, কাঁথি, হলদিয়া ও তমলুক সহ জেলার সর্বত্রই একই ছবি মদ বিক্রির ক্ষেত্রে। নতুন বর্ষবরণের উৎসবে রেকর্ড পরিমাণে মদ বিক্রি হয়েছে। এমনিতেই পূর্ব মেদিনীপুর জেলায় প্রতি মাসে প্রায় চার কোটি টাকার মদ বিক্রি হয়। সেখানে দু'দিনে ১১ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। আর এই বাড়তি বিক্রির ফলে রাজ্য সরকারের ঘরে ভাল পরিমাণ রাজস্ব জমা পড়েছে নতুন বছরের শুরুতে।
advertisement
advertisement
নতুন বছরের শুরুতে পিকনিকে শুধু খাওয়া-দাওয়া নয়, মদিরায় মত্ত হয়েছে পিকনিক করতে আসা লোকজন। আর তাতেই দুদিনই রেকর্ড পরিমান মদ বিক্রির তথ্য ধরা পড়ে। ৩১ ডিসেম্বর শনিবার একদিনে ৪ কোটি ৯৫ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ১ জানুয়ারি রবিবার ৬ কোটি ১০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। শুধু বড়দিন বা বর্ষবরনের উৎসবে নয় প্রায় প্রতিটি ছুটির মরশুম বা উৎসবে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে মদের কেনাবেচায়।
advertisement
দুর্গাপুজো কিংবা কালীপুজো বা বড়দিনের উৎসব উৎসবের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিবারই মদ বিক্রিতে শীর্ষস্থান দখল করছে। তবে এই নিয়ে ভিন জেলার বা বাইরে থেকে আগত পর্যটকদেরও হাত রয়েছে বলে মনে করেন জেলার সমাজপ্রেমী মানুষজন। দাবি, পুরোটাই পূর্ব মেদিনীপুর জেলার লোকজনের মদ্যপান করেন এমনটা নয়। তাজপুর-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বড়দিনের ছুটি কাটাতে বহু পর্যটক এসেছেন। তার ফলে মদ বিক্রিতে উৎসব পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষস্থান গেছে। বড়দিনের রেকর্ড ভেঙে বর্ষবরণের উৎসবে মদ বিক্রি পূর্ব মেদিনীপুর জেলায় নতুন রেকর্ড করল।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Liquor Sell Record|| বর্ষবরণে মদ বিক্রিতে রেকর্ড, পূর্ব মেদিনীপুরের আয় শুনলে মাথা ঘুরে যাবে
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement