Purba Bardhaman: দু'বছর পর পুজোর আগে ছন্দে ফিরছে তাঁত ও বস্ত্র হাট
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
করোনা আবহ কাটিয়ে ফের চালু হল তাঁত কাপড়ের হাট। ফলে খারাপ অবস্হা থেকে কিছুটা রেহাই মিলবে বলে মনে করছেন বিক্রেতা থেকে শুরু করে তাঁত শিল্পী, তাঁত শ্রমিক সকলেই।
#পূর্ব বর্ধমান : করোনা আবহ কাটিয়ে ফের চালু হল তাঁত কাপড়ের হাট। ফলে খারাপ অবস্হা থেকে কিছুটা রেহাই মিলবে বলে মনে করছেন বিক্রেতা থেকে শুরু করে তাঁত শিল্পী, তাঁত শ্রমিক সকলেই। করোনার জেরে দীর্ঘ দু বছর বন্ধ ছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নং ব্লকের করুই অঞ্চলের মেঝিয়ারী গ্ৰামীন এলাকার তাঁত ও বস্ত্র হাট। তবে দু বছর পর পুজোর আগেই ছন্দে ফিরছে তাঁত ও বস্ত্র হাট। শুরু হল কেনা বেচা।
কাটোয়া দু নং ব্লকের করুই অঞ্চলের মেঝিয়ারী গ্ৰামীন তাঁত ও বস্ত্র হাট শুরু হল মেঝিয়ারী ঋষি অরবিন্দ বিদ্যাপীঠে। জানা গিয়েছে, শান্তিপুর,ধাত্রিগ্ৰাম,সুমদ্রগড় সহ বিভিন্ন জায়গা থেকে তাঁত বিক্রেতারা এসেছেন মেঝিয়ারী গ্ৰামীন হাটে। বিভিন্ন ধরনের শাড়ি সহ পোশাক রয়েছে হাটে। প্রতি সোমবার গ্ৰামীন হাট হবে মেঝিয়ারীতে। সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকছে এই হাট। মিঝিয়ারী সহ বিভিন্ন এলাকা থেকে অনেকেই হাটে শাড়ি সহ পোশাক কিনতে আসছেন।
advertisement
আরও পড়ুনঃ ফের প্রতারণা! কারাদণ্ড আটকানোর নামে প্রতারণা ভাতারে
হাট থেকে ন্যায্য মূল্য শাড়ি সহ পোশাক কিনতে পারবেন ক্রেতারা বলে দাবি বিক্রেতাদের। বিক্রেতারা বলছেন, দীর্ঘদিন হাট না বসায় চরম আর্থিক অনটনের মধ্যেই পড়েছিলেন তাঁরা। তবে পুজোর আগে এই হাট ফের শুরু হওয়ায় খুব উপকৃত হলেন তাঁরা। বিক্রেতারা আশা করছেন এবার পুজোয় ভালোই হবে বেচাকেনা । অন্যদিকে মেঝিয়ারী ঋষি অরবিন্দ বিদ্যাপীঠের প্রিন্সিপাল বলেন, সবে শুরু হয়েছে হাটের বেচাকেনা। আশা করা যায় তাঁতিরা লাভের মুখ দেখবেন এবছর।
advertisement
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
August 30, 2022 6:09 PM IST