East Bardhaman News- পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় মিছিল
- Published by:Samarpita Banerjee
Last Updated:
জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলেন যুব তৃণমূলের কংগ্রেসের কর্মী সমর্থকরা
#পূর্ব বর্ধমান : দিনের পর দিন আকাশ ছোঁয়া হয়ে চলেছে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য। এর প্রতিবাদে যখন একদিকে বামেদের তরফে ডাকা হয়েছে সারা দেশ জুড়ে ৪৮ ঘণ্টার ভারত বনধ। তখনই আরেকদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূলের যুবরা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন করা হল বিক্ষোভ মিছিল। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলেন তাঁরা। এদিন অভিনব কায়দায় প্রতিবাদ মিছিল করতে দেখা গেল তৃণমূলের যুব কর্মী সমর্থকদের। দেখা গেল মহিলাদের মাথায় কাঠের জ্বালের উনুন। যা নিয়েই প্রতিবাদ মিছিলে হাঁটলেন তাঁরা। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়।
এদিন একটি অবস্থান বিক্ষোভও করেন তৃণমূলের যুব কর্মী সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন, বিধায়ক বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলক কুমার মাঝি, পাশাপাশি জামালপুরের প্রত্যেকটি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। এদিন মিছিল করে এসে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।মিছিলে উপস্থিত জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান বলেন, অতীতের উনুন আর কাঠের জাল ফিরে আসতে চলেছে। তাই উনুন আর মাথায় জ্বালানির কাঠ নিয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হল। জ্বালানি গ্যাসের দাম এতটা বেড়েছে যার ফলে সাধারণ মানুষকে কার্যত নাজেহাল হতে হচ্ছে।
Location :
First Published :
March 29, 2022 9:13 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় মিছিল