Bardhaman News: তন্দুর চিকেন নয়, খান তন্দুর চা! মাত্র ৮ থেকে শুরু! জানুন

Last Updated:

Bardhaman News: দারুণ স্বাদের তন্দুর চা মনে কাড়বে সহজেই! ভুলতে পারবেন না স্বাদ! কি আছে তাতে? জানুন

+
তন্দুরি

তন্দুরি চা 

#পূর্ব বর্ধমান: চা খেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো হাতে গোনা। আড্ডা জমানোর অন্যতম পানীয় হল চা। চায়ের ভাঁড়ের চুমুক দিতে দিতে কখন যে আপনি ঘণ্টার পর ঘণ্টা আড্ডা সেরে ফেলবেন বুঝতেই পারবেন না। আমরা অনেক রকমের চা-এর বিষয়ে জানি। দুধ চা, লিচার চা, আদা চা আরও নানান রকম। তবে সম্প্রতি সারা বিশ্ব মজেছে তন্দুর চা-এ। চা প্রেমীদের কাছে এই পানীয় অত্যন্ত জনপ্রিয়। আর সেই তান্দুর চা এখন জনপ্রিয় বর্ধমানেও। সকাল হোক বা সন্ধ্যে বর্ধমান শহরের নার্স কোয়ার্টারের সামনের " চায়ে লা tandoor chai" এই চায়ের দোকানে তন্দুর চা খেতে ভিড় করেন সকলেই।
কেউ অফিস ফেরার পথে স্ট্রেস কমাতে, তো কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে আসেন এই চায়ের দোকানে। শেখ হাসিবুল একাই সামলান এই চায়ের দোকানটি। প্রতিদিন তাঁর চায়ের দোকানে আসে নতুন নতুন মানুষ সঙ্গে আসে নতুন নতুন গল্প , আর সেই সব মানুষ ও তাঁদের গল্পের সঙ্গে নিজেকেও জড়িয়ে ফেলে এই ছোট্ট চায়ের দোকানের মালিক শেখ হাসিবুল।
advertisement
সারাদিনে ৫০ থেকে ৬০ লিটার চা বিক্রি হয়। তবে শীত কালে বিক্রির পরিমাণ হয় দ্বিগুণ। ছোট কাজ থেকেই বড় হয়ে ওঠা কে প্রাধান্য দিয়ে এই চায়ের দোকান খুলে ছিলেন শেখ হাসিবুল। দীর্ঘ কয়েক বছর ধরে নার্স কোয়ার্টারের সামনে ওই চায়ের দোকান চালাচ্ছেন তিনি। বর্তমানে বিক্রি বেড়েছে চায়ের । ফলের চা বিক্রি করে দিব্যি চলছে তাঁর।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: তন্দুর চিকেন নয়, খান তন্দুর চা! মাত্র ৮ থেকে শুরু! জানুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement