কর্ণাটকের নির্বাচনী সভা থেকে কংগ্রেসকে হারানোর ডাক দিলেন নরেন্দ্র মোদি
Last Updated:
আগামী ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ নির্বাচনকে ঘিরে চলছে চরম ব্যস্ততা ৷ প্রচারের প্রায় শেষ মুহূর্তে এসে কোনও দলই কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে প্রস্তুত নয় ৷ চলছে রাজনৈতিক তরজাও ৷
#বেঙ্গালুরু: আগামী ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ নির্বাচনকে ঘিরে চলছে চরম ব্যস্ততা ৷ প্রচারের প্রায় শেষ মুহূর্তে এসে কোনও দলই কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে প্রস্তুত নয় ৷ চলছে রাজনৈতিক তরজাও ৷
রবিবার কর্ণাটকের চিত্রদুর্গা জেলায় প্রধানমন্ত্রী এক নির্বাচনী সভা থেকে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেছেন ৷ তাঁর বক্তব্য কংগ্রেস চিরকালই মনীষীদের জন্মদিন পালন কিন্তু তাদের আদর্শ মেনে চলেনা । সাধারণ মানুষের কথা ভাবার তাদের কাছে সময়ে নেই ৷ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি কর্ণাটকে ক্ষমতায় এলে উন্নয়নের এক নতুন দিশা তৈরি করবেন ৷
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন খুব শিগগিরি চিত্রদুর্গা বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম উৎকর্ষ কেন্দ্র হয়ে উঠতে চলেছে। কারণ চন্দ্রযান–২–এর উৎক্ষেপণের জন্য চিত্রদুর্গাতেই শাখা খুলবে ইসরো। সব মিলিয়ে সরগরম জাতীয় রাজনীতি ৷ সব প্রশ্নের উত্তর মিলবে ১৫ মে ৷
view commentsLocation :
First Published :
May 06, 2018 12:42 PM IST