কর্ণাটক নির্বাচনের প্রচারে অংশ নিতে বেঙ্গালুরুর উদ্দেশ্য়ে রওনা নীতীশ কুমারের
Last Updated:
কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে আজ বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ কর্ণাটক বিধানসভা নির্বাচনের মোট ৩০ টি আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ ৷ নীতীশ কুমারের নেতৃত্বে এবার কর্ণাটক গ্রামীণ ও শহরে জেডিইউ প্রার্থী দিয়েছে ৷
#বেঙ্গালুরু: কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে আজ বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ কর্ণাটক বিধানসভা নির্বাচনে মোট ৩০ টি আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ ৷ নীতীশ কুমারের নেতৃত্বে এবার কর্ণাটক গ্রামীণ ও শহরে জেডিইউ প্রার্থী দিয়েছে ৷
আরও পড়ুন : সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ৫ জঙ্গি
এবারের কর্ণাটক নির্বাচনে জেডিইউ একলা লড়ছে ৷ নির্বাচনী প্রচারে একের পর এক চমক রয়েছে দাবি নীতীশ কুমারের ৷ দলীয় কর্মীরা মনে করেন নীতীশ কুমারের উপস্থিতি দলীয় প্রার্থী ও কর্মীদের মনোবল বাড়াবে ৷
advertisement
advertisement
এদিকে রাজনৈতিক মহল মনে করছে নীতীশ কুমারের বিহারের শাসন কালের বিভিন্ন নজিরই নির্বাচন প্রচারের অন্যতম অস্ত্র ৷ এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে নীতীশ কুমারের এবার কর্ণাটক সফরে ৷
view commentsLocation :
First Published :
May 06, 2018 12:07 PM IST