এখনই কমছে না পেট্রোলের দাম! স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র

Last Updated:

এখনই কমছে না পেট্রোলের দাম! স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র

#নয়াদিল্লি: অমিত শাহ যাই বলুন, এখনই কমছে না পেট্রোলের দাম। কেন্দ্রের পরামর্শ, নাগরিকরা ধৈর্য্য ধরুন। জ্বালানির দাম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে চায় সরকার। এটা স্পষ্ট যে, শুল্ক কমিয়ে দাম কমানোর রাস্তায় এখনই হাঁটছে না কেন্দ্র।
হাল কার্যত ছেড়েই দিল মোদি সরকার। ঘোষণা হল, তেলের দাম কমাতে এক্ষুনি কিছু করা যাচ্ছে না। রাজস্ব কমালে রাজকোষ ঘাটতি লাগামছাড়া হবে। দাম কমানোর অন্য কোনও পথও নেই। তাই তেল নিয়ে দায় ঝেড়ে ফেলার কৌশল মোদি সরকারের।
তবে, কতদিন ধৈর্য্য ধরতে হবে? তা খোলসা করেননি মন্ত্রী। মঙ্গলবার খোদ বিজেপি সভাপতির আশ্বাসে কিছুটা হলেও আশা দেখেছিলেন আম-আদমি। বিজেপি শীর্ষনেতৃত্বও চাইছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্রুত তেলের দাম নিয়ে সিদ্ধান্ত নিক। অনেক আলোচনার পরও ঘাটতি সামাল দেওয়ার পথ বেরোয়নি। তাই কৌশলে মুখরক্ষা।
advertisement
advertisement
কংগ্রেস নেতা পি.চিদাম্বরম জানান, '' এখনই লিটারে ২৫ টাকা দাম কমানো যেতে পারে। দাম কম থাকার সময় লিটারে ১৫ টাকা কমে পেট্রোল কেনে কেন্দ্র। লিটারে ১০ টাকা অতিরিক্ত করও চাপানো হয়।''
তেলের দাম আমূল কমার এখনই কোনও লক্ষ্মণ নেই। এমনটাই দাবি 'ইন্ডিয়ান অয়েল', 'এইচপিসিএল'-এর মতো সংস্থার। দাম কমানো নিয়ে তেল সংস্থাগুলিকে কোনও প্রস্তাবও পাঠায়নি কেন্দ্র।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এখনই কমছে না পেট্রোলের দাম! স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement