শিশুর দেহে পোলিওর জীবাণু ! আবার কি ফেরৎ আসছে পোলিওর প্রকোপ
Last Updated:
WHO (World health organisation) ১৯৯৯ সালেই দেশকে পোলিও মুক্ত বলে ঘোষণা করেছিল
#নয়াদিল্লি: পোলিও নির্মূল দেশের তকমা হারাতে চলেছে ভারত ৷ উত্তরপ্রদেশে একটি শিশুর শরীরে মিলল পোলিও জীবাণু ৷ ফলে রাতের ঘুম উড়েছে প্রশাসনের ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ প্রতি বছর পোলিও কর্মসূচিকে সামনে রেখে একাধিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে ৷ তবে এটি খুব চিন্তার বিষয় এত রকমের ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এমন হল কেন এই বিশ্লেষণে আপতত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ পোলিওকে শিকড় থেকে উপড়ে ফেলতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে ৷ এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই দিকে বিশেষ দৃষ্টিপাত করছেন তাঁরা ৷
advertisement
মূলত পোলিও ভ্যাকসিন নির্মিত হয় গাজিয়াবাদের একটি ওষুধ নির্মাণকারী সংস্থা ৷ ওষুধের গুণমান যাচাই হয় উত্তরপরদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ৷ এইবার সেই সংস্থার এক উচ্চপদস্থ কর্তাকে গ্রেফতার করেছে গাজিয়াবাদ পুলিশ ৷ এই সংক্রান্ত বিষয়ে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে পুলিশ ৷
advertisement
WHO (World health organisation) ১৯৯৯ সালেই দেশকে পোলিও মুক্ত বলে ঘোষণা করেছিল ৷ দুই ধরনের পোলিওর জীবাণু আর দেশে নেই বলেই মান্যতা দিয়েছিল ৷ এবার সেই দীর্ঘদিনের সুনামে খানিকটা হলেও ধাক্কা কেয়েছে ান্তজার্তিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি ৷
view commentsLocation :
First Published :
October 01, 2018 10:23 AM IST