তিন দফায় পঞ্চায়েত নির্বাচন, কোথায় কবে ভোট গ্রহণ ?
Last Updated:
দক্ষিণবঙ্গে ভোট প্রথম দফায় ৷ শেষ দফায় ভোট উত্তরবঙ্গে। প্রথম দফার ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম হাওড়া ও হুগলিতে।
#কলকাতা: দক্ষিণবঙ্গে ভোট প্রথম দফায় ৷ শেষ দফায় ভোট উত্তরবঙ্গে। প্রথম দফার ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম হাওড়া ও হুগলিতে। দ্বিতীয় দফার ভোট হবে বীরভূম ও মুর্শিদাবাদে। তৃতীয় দফায় ভোট কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
এবছর রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় ৮ লক্ষ্য় ৷ প্রথম দফায় দুই মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতে ভোট হবে ৷ সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি চলবে ভোটগ্রহণ পর্ব ৷
advertisement
advertisement
৪৮,৬৫৬ টি গ্রাম পঞ্চায়েত, ৯২১৭ পঞ্চায়েত সমিতি এবং ৮২৫টি জেলা পরিষদ আসনে নর্বাচন হবে ৷ ৫৮,৪৬৭ টি বুথের ৪৩,০৬৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে ৷
Location :
First Published :
March 31, 2018 4:02 PM IST