'একটি মাথাহীন সংস্থা এখন মেরুদণ্ডহীন বিজেপি-র', নাম না-করে CBI-কে তোপ মমতার
Last Updated:
ট্যুইটারে সিবিআই-এর নাম না-করে মমতা লিখেছেন, 'মাথাহীন একটি সংস্থা৷ বিজেপি-র হয়ে কাজ করছে৷' প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে বৃহস্পতিবারই প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছে সিবিআই৷
#কলকাতা: এর আগেও তিনি বারবারই কেন্দ্রীয গোয়েন্দা সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিবিআই-কে কেন্দ্র নিজেদের জন্য ব্যবহার করার অভিযোগ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়৷ শুক্রবার নাম না-করে ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ট্যুইটারে তোপ দাগলেন মমতা৷
From @yadavakhilesh to Behen Mayawati Ji, nobody is spared. From north to south. From east to west. Political vendetta by BJP. Are they scared ? Are they desperate ?
— Mamata Banerjee (@MamataOfficial) January 25, 2019
ট্যুইটারে সিবিআই-এর নাম না-করে মমতা লিখেছেন, 'মেরুদণ্ড একটি সংস্থা৷ বিজেপি-র হয়ে কাজ করছে৷' প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে বৃহস্পতিবারই প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছে সিবিআই৷
advertisement
advertisement
One headless agency has now become spineless BJP ! — Mamata Banerjee (@MamataOfficial) January 25, 2019
গত বছর 'মাটি উৎসব'-এর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ বললেন, 'সিবিআইয়ের মানে বদলেছে ৷ সিবিআই মানে এখন কনস্পিরেসি ব্যুরো অফ ইন্ডিয়া৷ এই কনস্পিরেসি করে দেশকে ধ্বংস করা হচ্ছে ৷'
view commentsLocation :
First Published :
January 25, 2019 1:02 PM IST