চোর সন্দেহে ৫ ছাত্রকে পাশবিক নির্যাতন
Last Updated:
চোর সন্দেহে ৫ ছাত্রকে গাছে বেঁধে চলল পাশবিক নির্যাতন। মারধর করা হল নির্মমভাবে । ঘটনাটি ঘটে, ধানতলার রঘুনাথপুরে। অভিযোগ, ওই ছাত্রদের চুল কেটে নেওয়া হয়, গায়ে ছেড়ে দেওয়া হয় পিঁপড়েও।
#রঘুনাথপুর: চোর সন্দেহে ৫ ছাত্রকে গাছে বেঁধে চলল পাশবিক নির্যাতন। মারধর করা হল নির্মমভাবে । ঘটনাটি ঘটে, ধানতলার রঘুনাথপুরে। অভিযোগ, ওই ছাত্রদের চুল কেটে নেওয়া হয়, গায়ে ছেড়ে দেওয়া হয় পিঁপড়েও।
জানা যায়, ওই ৫ ছাত্র পাড়ার একটি বাড়ি থেকে কলা চুরি করেছিল। এ'কথা জানতে পেরে, বাগান মালিকের কাছে ক্ষমাও চেয়ে নেয় তাদের পরিবার। এবার, পাশের পাড়াতেও প্রায় প্রতিদিনই কলা চুরি হচ্ছিল। ফলে, সন্দেহের তীর গিয়ে পড়ে এই ৫ ছাত্রের উপর। আর শুধুমাত্র সন্দেহের বসেই, ছাত্রদের তুলে নিয়ে গিয়ে নিদারুণ অত্যাচার করা হয়। এই ঘটনায় গোটা রঘুনাথপুরে চাঞ্চল্য সৃষ্ঘটি হয়েছে। আহত ১ ছাত্রকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।
advertisement
advertisement
Location :
First Published :
March 31, 2018 8:04 PM IST