World's Best Economy Class Airlines: চলতি বছরের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইনসের র‍্যাঙ্ক তালিকায় স্থান পেয়েছে কোন কোন বিমান সংস্থা? রইল সেই তালিকা

Last Updated:

World's Best Economy Class Airline in 2024: ইকোনমি ক্লাসের নিরিখে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা দশ এবং সেরার তালিকায় বিশ্বের কোন কোন বিমান সংস্থা স্থান পেয়েছে, সেটাই দেখে নেওয়া যাক।

চলতি বছরের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইনসের তালিকা (Photo Courtesy: Cathay Pacific)
চলতি বছরের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইনসের তালিকা (Photo Courtesy: Cathay Pacific)
কলকাতা: সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্কাইট্র্যাক্সের (Skytrax) সমীক্ষার ফলাফল। জুন মাসেই তারা আয়োজন করেছিল ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ড। ইকোনমি ক্লাসের নিরিখে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা দশ এবং সেরার তালিকায় বিশ্বের কোন কোন বিমান সংস্থা স্থান পেয়েছে, সেটাই দেখে নেওয়া যাক।
বিশ্বসেরা ইকোনমি ক্লাস এয়ারলাইনস ২০২৪: সেরা দশের তালিকা
১. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ (Cathay Pacific Airlines)
advertisement
২. কাতার এয়ারওয়েজ (Qatar Airways)
৩. সিঙ্গাপুর এয়ারলাইনস (Singapore Airlines)
৪. জাপান এয়ারলাইনস (Japan Airlines)
৫. ইভা এয়ার (Eva Air)
৬. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ (ANA)
advertisement
৭. এমিরেটস (Emirates)
৮. হাইনান এয়ারলাইনস (Hainan Airlines)
৯. টার্কিশ এয়ারলাইনস (Turkish Airlines)
১০. সৌদিয়া (Saudia)
advertisement
সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন সিট ২০২৪: সেরা দশের তালিকা
১. জাপান এয়ারলাইনস
২. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৩. কোরিয়ান এয়ার
৪. কাতার এয়ারওয়েজ
৫. সিঙ্গাপুর এয়ারলাইন্স
৬. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ
৭. এমিরেটস
৮. সৌদিয়া
advertisement
৯. ইভিএ এয়ার
১০. টার্কিশ এয়ারলাইনস
সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ক্যাটারিং ২০২৪: সেরা দশের তালিকা
১. সৌদিয়া
২. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
advertisement
৩. টার্কিশ এয়ারলাইনস
৪. কাতার এয়ারওয়েজ
৫. সিঙ্গাপুর এয়ারলাইনস
৬. এমিরেটস
৭. হাইনান এয়ারলাইনস
৮. ইভিএ এয়ার
৯. জাপান এয়ারলাইনস
১০. ডেলটা এয়ারলাইনস
Photo Courtesy: Qatar Airways Photo Courtesy: Qatar Airways
advertisement
আফ্রিকার সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ২০২৪: ইথিওপিয়ান এয়ারলাইনস
এশিয়ার সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ২০২৪: ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
অস্ট্রেলিয়া/প্যাসিফিক-এর সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ২০২৪: ফিজি এয়ারওয়েজ
চিনের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ২০২৪: হাইনান এয়ারলাইনস
মধ্য এশিয়া এবং সিআইএস-এর সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ২০২৪:
advertisement
এয়ার আস্তানা
ইউরোপের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ২০২৪: টার্কিশ এয়ারলাইনস
ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ২০২৪:
ভিস্তারা
পশ্চিম এশিয়ার সেরা ইকোনমি ক্লাস ২০২৪: কাতার এয়ারওয়েজ
উত্তর আমেরিকার সেরা ইকোনমি ক্লাস ২০২৪: ডেল্টা এয়ারলাইনস
দক্ষিণ আমেরিকার সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন ২০২৪: ল্যাটাম
আফ্রিকার সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: ইথিওপিয়ান এয়ারলাইনস
অস্ট্রেলিয়া/প্যাসিফিক-এর সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: কোয়ান্টাস এয়ারওয়েজ
এশিয়ার সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
চিনের সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: হাইনান এয়ারলাইনস
ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: ভিস্তারা
মধ্য এশিয়া এবং সিআইএস-এর সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: এয়ার আস্তানা
পশ্চিম এশিয়ার সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: সৌদিয়া
ইউরোপের সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: টার্কিশ এয়ারলাইনস
উত্তর আমেরিকার সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: ডেল্টা এয়ার লাইনস
দক্ষিণ আমেরিকার সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং ২০২৪: ল্যাটাম
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
World's Best Economy Class Airlines: চলতি বছরের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইনসের র‍্যাঙ্ক তালিকায় স্থান পেয়েছে কোন কোন বিমান সংস্থা? রইল সেই তালিকা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement