বানরের মত বাদুড়! অদ্ভুত ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যা আমরা কখনও চোখেই দেখিনি।
#নয়াদিল্লি: পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যা আমরা কখনও চোখেই দেখিনি বা যাদের দেখলে বোঝা যায় যে পৃথিবী কতটা বৈচিত্রময় । এমন অনেক প্রাণী আছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের বিন্দু মাত্র ধারণা নেই । এই রকমই এক প্রাণীর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
সম্প্রতি এক ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যাতে একটি অদ্ভুত প্রাণীকে এক ব্যক্তির পিঠে ঝুলতে দেখা গিয়েছে। অদ্ভুত প্রাণীটিকে এক নজরে দেখে একটি স্তন্যপায়ী প্রাণী বলেই মনে হবে । মানুষের পিঠে ঝোলা এই প্রাণীটিকে দেখতে অনেকটা বাদুড়ের মত। ভিডিওর প্রাণীটির কোনও ডানা নেই এবং দেখতে আকারে ছোট ।
advertisement
advertisement
Sembra un pokemon ma è un colugo, detto anche galeopiteco, un mammifero dotato di un'ampia membrana, detta patagio, che si tende dal collo alle punte delle dita dei quattro arti e alla coda. Vive nelle foreste dell'arcipelago delle Filippine e in altri Paesi del sud-est asiatico. pic.twitter.com/FGuDfQpzcx
— Asiablog.it (@Asiablog_it) February 10, 2022
advertisement
বরং এর শরীর ও হাতের মাঝখানে একটা চামড়া লেগে আছে, যা দেখতে অনেকটা প্যারাগ্লাইডারের মতো। তার হাতের নখের সঙ্গে চামড়া লেগে আছে, যেমন টিকটিকি অন্যান্য প্রাণীর থাকে। আরও ভাল করে দেখলে বোঝা যাবে প্রাণীটির চোখও কিন্তু বেশ বড় বড়।
advertisement
আসুন জানা যাক যে আসলে এই প্রাণীটির নাম কী? এর নাম ক্যালুগোস, যা এক ধরনের গ্লাইডিং স্তন্যপায়ী প্রাণী। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দেয়, তাই তাদের শরীর গ্লাইডারের মতো। আগে এদের বাদুড়ের ঘনিষ্ঠ আত্মীয় বলে মনে করা হলেও পরে জেনেটিক তথ্য থেকে পাওয়া গিয়েছে যে এরা আদপে প্রাইমেট অর্থাৎ বানর প্রজাতির প্রাণীর সাথে সম্পর্কিত।
view commentsLocation :
First Published :
November 07, 2022 3:28 PM IST