বানরের মত বাদুড়! অদ্ভুত ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

Last Updated:

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যা আমরা কখনও চোখেই দেখিনি।

#নয়াদিল্লি: পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যা আমরা কখনও চোখেই দেখিনি বা  যাদের দেখলে বোঝা যায় যে পৃথিবী কতটা বৈচিত্রময় । এমন অনেক প্রাণী আছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের বিন্দু মাত্র ধারণা নেই । এই রকমই এক প্রাণীর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
সম্প্রতি এক ট্যুইটার অ্যাকাউন্ট থেকে  একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যাতে একটি অদ্ভুত প্রাণীকে এক ব্যক্তির পিঠে ঝুলতে দেখা গিয়েছে। অদ্ভুত প্রাণীটিকে এক নজরে দেখে একটি স্তন্যপায়ী প্রাণী বলেই মনে হবে । মানুষের পিঠে ঝোলা এই প্রাণীটিকে দেখতে অনেকটা বাদুড়ের মত। ভিডিওর  প্রাণীটির কোনও ডানা নেই  এবং দেখতে আকারে ছোট ।
advertisement
advertisement
advertisement
বরং এর শরীর ও হাতের মাঝখানে একটা চামড়া লেগে আছে, যা দেখতে অনেকটা প্যারাগ্লাইডারের মতো। তার হাতের নখের সঙ্গে চামড়া লেগে আছে, যেমন টিকটিকি অন্যান্য প্রাণীর থাকে। আরও ভাল করে দেখলে বোঝা যাবে প্রাণীটির চোখও কিন্তু বেশ বড় বড়।
advertisement
আসুন জানা যাক যে আসলে এই প্রাণীটির নাম কী? এর নাম ক্যালুগোস, যা এক ধরনের গ্লাইডিং স্তন্যপায়ী প্রাণী। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দেয়, তাই তাদের শরীর গ্লাইডারের মতো। আগে এদের  বাদুড়ের ঘনিষ্ঠ আত্মীয় বলে মনে করা হলেও পরে জেনেটিক তথ্য থেকে পাওয়া গিয়েছে যে এরা আদপে প্রাইমেট অর্থাৎ বানর প্রজাতির প্রাণীর সাথে সম্পর্কিত।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বানরের মত বাদুড়! অদ্ভুত ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement