Viral Video: 'ও বাবা, মশা কামড়াচ্ছে'! মশা মারার ব্যাট হাতে বাবা যা করলেন, লক্ষ লক্ষ টাকা জলে গেল! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: এক অদ্ভুত ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। দেখলে আপনার চোখ কপালে উঠবে, এই কারণে লক্ষ লক্ষ টাকা জলে গেল!
কলকাতা: এক অদ্ভুত ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। একটি নিরীহ মশা কয়েক লক্ষ টাকার একটি দামি স্মার্ট টিভির ধ্বংসের পিছনে অপ্রত্যাশিত কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঘটনাটি যুবকের বাড়ির ড্রয়িংরুমে ঘটেছে, যেখানে তাঁর ছেলে শান্তভাবে বসে কার্টুন দেখছিল। যখন শিশুটি তার প্রিয় শোতে মগ্ন ছিল, একটি মশা ঘরে ঢুকে টেলিভিশনের স্ক্রিনে বসে। তার উপস্থিতিতে বিরক্ত হয়ে এবং হাতে কোনও মশা প্রতিরোধক না থাকায়, ছেলের বাবা নিজেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যস, তাতেই লক্ষ লক্ষ টাকা জলে গেল।
advertisement
advertisement
advertisement
কোনও কয়েল, স্প্রে বা নেট না থাকায়, তিনি মশা মারার র্যাকেট ধরেন এবং তা দিয়েই মশা মারার চেষ্টা শুরু করেন। মশাটি টিভির স্ক্রিনের উপরে বসে। মশা মারার র্যাকেট দিয়ে আঘাত করেন ওই যুবক। এই মারের পর মশাটি বেঁচে থাকতে পারে বা নাও পারে, কিন্তু টিভি অবশ্যই বাঁচেনি। র্যাকেটটি স্ক্রিনে আঘাত করে, এবং এক বিরাট অংশ জুড়ে ফেটে যায়।
advertisement
আরও পড়ুন: ‘আমাকে নাকি ভূতের মতো দেখতে, তাই ক্যাফেতে খেতে দিল না’! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূতের অভিজ্ঞতা জানলে চমকে যাবেন
view comments“আমার ছেলে আমার দিকে তাকিয়ে শুধু বলল, ‘পাপা, তুমি কী করেছ?’” যুবকটি পরে বলেন, “এই ঘটনার পর আমার মাথা চাপড়ে কাঁদতে ইচ্ছে করছিল।” তাঁর স্ত্রী অবশ্য ঘটনাটি সহজভাবে নিয়েছেন। কৌতুক করে বলেছেন, “পরের বার, আমরা টিভির আগে মশার স্প্রে কিনব।” গোটা ঘটনাটি ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তা পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা কোথাও উল্লেখ করা নেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 3:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: 'ও বাবা, মশা কামড়াচ্ছে'! মশা মারার ব্যাট হাতে বাবা যা করলেন, লক্ষ লক্ষ টাকা জলে গেল! দেখুন ভাইরাল ভিডিও