Viral Video: "অ্যাডাল্ট ছবিতে কাজ পেয়েছি?" মাকে ডেকে বললো ছেলে! তারপর? ভিডিও তুমুল ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: প্রথম অভিনয়ের সুযোগ! তাও অ্যাডাল্ট মুভিতে! খুশিতে মাকে খবর জানাতেই বিরাট কাণ্ড ঘটল! এই ভিডিও এখন শোরগোল ফেলেছে!
নয়া দিল্লি: আর যাই হোক সব কথা আমরা এখনও কিন্তু বাবা মাকে বলতে পারি না! বরং উল্টে ভয় হয় বাবা মা যদি এসব কথা জেনে যায়, নাজানি কী ভাববে! তবে সব সীমা ছাড়িয়ে গেলেন এই যুবক! ভাবতেও পারবেন না সে তাঁর মাকে ডেকে ঠিক কী বললো! ছেলেটির নাম অশ্বিন উন্নি! সে ইনস্টাগ্রামে নানা ভিডিও বানিয়ে থাকে! তাঁর ফলোয়ার সংখ্যাও বেশ ভালই! নিজের বাড়িতেই বেশিরভাগ ভিডিও বানান এই যুবক। তবে এবার সব সীমা অতিক্রম করে গেলেন এই যুবক। যা এই মুহূর্তে সোশ্যাল মাধ্যমে টপ ভাইরাল!
কী এমন করল সে? যার জন্য এত হই-চই! ভিডিওটি দেখলে আপনিও কিছুক্ষণের জন্য থমকে যাবেন! ইনস্টাগ্রামে একটি প্রোফাইল রয়েছে যুবকের! সেই মাধ্যমেই এই যুবক বড়দের ছবিতে কাজ করার সুযোগ পেলেন। তিন লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন যুবক! তিনি যদি এই অ্যাডাল্ট ছবিতে কাজ করেন তাহলে! এই অফার পেয়েই ছেলেটি তাঁর মাকে ডেকে বসে। আর তারপরেই ঘটে আসল কাণ্ড!
advertisement
advertisement
advertisement
মাকে ডেকে ছেলেটি জানায় সে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছে। যা শুনে আনন্দে ছেলেকে আর্শীবাদ করতে থাকেন মা! আর তার পরেই আসল কথাটা বলে ফেলে যুবক! সে তাঁর মাকে বলে যে তিন লাখ টাকার বিনিময়ে বড়দের ছবিতে কাজ পেয়েছে সে! যা শুনেই হা হয়ে যায় মায়ের মুখ! কিছুক্ষণ চুপ থেকে ছেলেক ওই মহিলা বলেন, “এ কথা কি মাকে বলা যায়? যাও এখান থেকে!” ওই যুবক সঙ্গে সঙ্গে মাকে জানায় সে না করে দিয়েছে। আসলে সে মায়ের সঙ্গে মজা করছিল! এই মা ও ছেলের মজার ভিডিওটি সোশ্যাল মাধ্যমে এখন টপ ভাইরাল!
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2024 9:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: "অ্যাডাল্ট ছবিতে কাজ পেয়েছি?" মাকে ডেকে বললো ছেলে! তারপর? ভিডিও তুমুল ভাইরাল