Viral: মাটির তলায় লুকানো আছে পেঁচা, ১১টা ধাঁধার সমাধান করলেই মিলবে গুপ্তধনের হদিশ

Last Updated:

মাটির তলায় লুকিয়ে রাখা আছে পেঁচার মূর্তি, ১১ ধাঁধার সমাধান করতে পারলেই মালিক হবেন গুপ্তধনের! সেই গুপ্তধনের খোঁজে আজও চলে খোঁজ

#ফ্রান্স: মাটির তলায় লুকিয়ে রাখা আছে পেঁচার মূর্তি, ১১ ধাঁধার সমাধান করতে পারলেই মালিক হবেন গুপ্তধনের! সেই গুপ্তধনের খোঁজে আজও চলে খোঁজ!
তবে গোড়া থেকেই বলা যাক! ১৯৯৩ সালের ২৩ এপ্রিল, ভোররাত সাড়ে ৩টে নাগাদ ফ্রান্সের এক গোপন জায়গায় মাটির তলায় ব্রোঞ্জ দিয়ে তৈরি পেঁচার একটি ছোট মূর্তি পুঁতেছিলেন ম্যাক্স ভ্যালেনটিন নামে ফ্রান্সের এক বাসিন্দা। পেঁচার গায়ে খোদাই করা ছিল ১১টি ধাঁধা। এবার প্রশ্ন হল, আচমকা কেন অত গোপনীয়তা বজায় রেখে পেঁচাটি মাটির তলায় লুকিয়ে রেখেছিলেন ম্যাক্স?
advertisement
আসলে ম্যাক্স ঘোষণা করেছিলেন, যে পেঁচার মূর্তিটি খুঁজে পাবেন, তাঁকে একই মাপের সোনা, রুপো, রুবি এবং হিরেখচিত একটি পেঁচার মূর্তি উপহার দেওয়া হবে, যার বর্তমান মূল্য প্রায় সওয়া এক কোটি টাকা। ম্যাক্স ওরফে রেগিস হাউসার পেশায় ছিলেন বিপণন পরামর্শদাতা। তিনি নিজে ও শিল্পী মিশেল বেকার মিলে একটি পেঁচার মূর্তি তৈরি করেছিলেন। পেঁচার গায়ে রয়েছে ১১টি ধাঁধা।
advertisement
advertisement
ম্যাক্সের ঘোষণার পর রাতারাতি ওই মূর্তি খুঁজতে কোমড় বেঁধে নেমে পড়েন কাতারে কাতারে মানুষ। কিন্তু শুধু পেঁচা খুঁজে পেলেই তো হল না, সমাধান করতে হবে পেঁচার গায়ে নকশা করা ১১টি ধাঁধার। তবেই মিলবে গুপ্তধন। একাধিক ভাষা, গাণিতিক, ঐতিহাসিক এবং মানচিত্রিক ধাঁধা মিলিয়ে এই ১১টি ধাঁধা তৈরি করেন ম্যাক্স। ২০০৯ সালে ম্যাক্স মারা যান, কিন্তু এখনও পর্যন্ত এই পেঁচার মূর্তির খোঁজ কেউ পাননি। ফ্রান্সে এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা এখনও এই মূর্তিটির খোঁজ চালিয়ে যাচ্ছেন। এমনকী, বেশ কিছু মানুষ এই মূর্তি অনুসন্ধানকারীদের নিয়ে একটি দলও তৈরি করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: মাটির তলায় লুকানো আছে পেঁচা, ১১টা ধাঁধার সমাধান করলেই মিলবে গুপ্তধনের হদিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement