Viral News: ভাড়াটের ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকা দিলেন বাড়িওয়ালা, নজিরবিহীন ঘটনায় তোলপাড়!

Last Updated:

Viral News: সম্প্রতি, বেঙ্গালুরুর একজন ভাড়াটিয়ার স্টার্ট-আপের জন‍্য তাঁর বাড়িওয়ালা আশ্চর্যজনকভাবে $10,000 (৮ লাখ টাকা) বিনিয়োগ করেছেন। সেই গল্প ইন্টারনেটে শেয়ার করেছেন ভাড়াটিয়া স্বয়ং৷

ভাড়াটের ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকা দিলেন বাড়িওয়ালা
ভাড়াটের ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকা দিলেন বাড়িওয়ালা
বেঙ্গালুরু: বেঙ্গালুরু, প্রায়শই খবরে জায়গা করে নেয়। তা ট্র্যাফিকের কারণে হোক বা ভাড়াটেদের উপর বাড়িওয়ালাদের জোরজুলুম নিয়ে হোক। কিন্তু ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত এই শহরটির এই ঘটনা সকলকে অবাক করেছে। সম্প্রতি, বেঙ্গালুরুর একজন ভাড়াটিয়ার স্টার্ট-আপের জন‍্য তাঁর বাড়িওয়ালা আশ্চর্যজনকভাবে $10,000 (৮ লাখ টাকা) বিনিয়োগ করেছেন। সেই গল্প ইন্টারনেটে শেয়ার করেছেন ভাড়াটিয়া স্বয়ং৷
advertisement
advertisement
পবন গুপ্ত, সহ-প্রতিষ্ঠাতা, এবং সিইও ‘বেটারহাফ’ বলে একটি অ‍্যাপের। এটি অবিবাহিতদের জন্য একটি এআই-চালিত বিবাহ অ্যাপ। সম্প্রতি পবন তাঁর বাড়িওয়ালার সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে তার সোশ‍্যাল মিডিয়াতে। কথোপকথনে, বাড়িওয়ালা পবনের উদ্যোগে তার বিশ্বাস প্রকাশ করেছেন এবং বলেছেন ‘আমি আপনার জন্য বিনিয়োগ করছি, সততার সঙ্গে’। তাঁর সাফল্যের জন্য শুভকামনা সহ তিনি লিখেছিলেন, ‘সমস্ত শুভকামনা এবং আশা করি আপনি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবেন।’ উত্তরে, পবন তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে, বাড়িওয়ালাকে সম্বোধন করে তিনি বলেন, ‘ধন্যবাদ, সুশীল।’
advertisement
পবন তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘এই কঠিন সময়, আমি আমার বাড়িওয়ালার মধ্যে একজন বিনিয়োগকারীকে পেয়েছি। তিনি সম্প্রতি আমার স্টার্টআপ @betterhalfai-এ $10K বিনিয়োগ করেছেন। বেঙ্গালুরুরের সকলের এই সৃজনশীলতা দেখে সত্যিই বিস্মিত। এই কারণে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি। #peakbengalurumoment।’ ট‍্যুইটটি দ্রুত ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ভাড়াটের ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকা দিলেন বাড়িওয়ালা, নজিরবিহীন ঘটনায় তোলপাড়!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement