India-China : গোটা পৃথিবীকে অচল করতে পারে এই একটা 'জিনিস'! শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ! রয়েছে শুধু চিনের কাছে

Last Updated:

Rare Earth Minerals- গত কয়েক বছরে বারবার শোনা যায় এই বিরল মৃত্তিকা খনিজের নাম। আধুনিক প্রযুক্তি, শিল্প ও প্রতিরক্ষা খাতে বিরল খনিজ অপরিহার্য। আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই বিরল খনিজের ব্যবহার হয়।

News18
News18
কলকাতা : ১৭টি মৌলের একটি গ্রুপ। সেটাই আসলে বিরল মৃত্তিকা খনিজ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির (আইইউপিএসি) নামকরণ অনুযায়ী, পর্যায় সারণির ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌল (ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিয়োডিমিয়াম, নিওডিমিয়াম, প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম ও লুটেশিয়াম) সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলা হয়।
গত কয়েক বছরে বারবার শোনা যায় এই বিরল মৃত্তিকা খনিজের নাম। আধুনিক প্রযুক্তি, শিল্প ও প্রতিরক্ষা খাতে বিরল খনিজ অপরিহার্য। আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই বিরল খনিজের ব্যবহার হয়। যেমন স্মার্টফোন, কম্পিউটারের হার্ডড্রাইভ, বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন, টেলিভিশনের এলইডি ডিসপ্লে তৈরিতে ব্যবহার করা হয় এটি।
প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি যেমন লেজার, রাডার ও সোলার সিস্টেম, জেট ইঞ্জিন, মিসাইল সিস্টেম ও স্যাটেলাইটেও এটির ভূমিকা আছে। এছাড়া বায়ু টারবাইন ও সৌর প্যানেল এবং চিকিৎসা, অটোমোটিভ ইন্ডাস্ট্রি (যন্ত্র নির্মাণশিল্প) এবং কাচ ও সিরামিক শিল্পও এখন এই বিরল খনিজনির্ভর। তবে এটির উত্তোলন এবং শুদ্ধিকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল।
advertisement
advertisement
আরও পড়ুন- পেট্রোল পাম্প কি ভারতে বন্ধ হয়ে যাবে! এক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য চলে এল প্রকাশ্যে 
এই খনিজের ভাণ্ডার আছে চিনের কাছে। চিন যদি রপ্তানি বন্ধ করে দেয় তা হলে বিশ্বে বিরল মৃত্তিকা খনিজ সরবরাহ বন্ধ হবে। বিরল মৃত্তিকা উপর নির্ভরশীল শিল্পগুলি মন্দার মুখোমুখি হবে। এই জিনিসের ঘাটতি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার ক্ষমতা রাখে। বিরল মৃত্তিকা খনিজগুলি এখন তেল এবং গ্যাসের মতোই গুরুত্বপূর্ণ। গত ৭০-৮০ বছরে এই জিনিসের একচ্ছত্র অধিকার চিনের। তারা অনেক আগেই এই জিনিসের গুরুত্ব বোঝে। এর পর এটি নিয়ে কাজ শুরু করে দেয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
India-China : গোটা পৃথিবীকে অচল করতে পারে এই একটা 'জিনিস'! শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ! রয়েছে শুধু চিনের কাছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement