Kaushiki Amabsya 2022: কৌশিকী অমাবস্যায় বড় সংযোগ, পঞ্জিকা মতে আজকের দিনে পরলোক গমনে বড় ইঙ্গিত

Last Updated:

Kaushiki Amabsya 2022: কৌশিকী অমাবস্যায় এক তুমুল সংযোগ শুম্ভ ও নিশুম্ভ বধকে বধ করেন

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে বলা হয় কৌশিকী অমাবস্যা ৷ কৌষিকী অমাবস্যাও (Kaushiki Amabsya 2022) বলা হয়ে থাকে কেননা কেননা এই দেবী কৌশিকী মা কালীর দেহ কোষ থেকে নির্গত ৷ এই জন্যই ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী (Kaushiki Amabsya 2022) বা কৌশি অমাবস্যা বলা হয়ে থাকে ৷
কৌশিকী অমবস্যায় (Kaushiki Amabsya 2022) আলোকামবস্যা ব্রত পালন করলে জীবন অত্যন্ত সুন্দর হয়ে থাকে ৷ অন্য অমাবস্যার থেকে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বীরভূমের তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয়ে থাকে ৷ ফলত তারীপীঠ সংলগ্ন এলাকা এখন উৎসব মুখর ৷ ধর্মপ্রাণ মানুষ এই পুণ্যতিথিতে অন্নভক্ষণ করেন না বা ভাত খাননা ৷
advertisement
এই দিনে অত্যন্ত আজ অর্থাৎ শুক্রবার কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabsya 2022) শুরু হয়ে গিয়েছে ৷ আগামিকাল অর্থাৎ শনিবার ২৭ অগাস্ট বেলা ১.২৫ পর্যন্ত থাকবে অমাবস্যা যোগ ৷ ২৬ অগাস্ট যদি কোনও ব্যক্তি মৃত হন তিনি কোনও রকমের দোষ পাবেন না ৷ শুক্রবার বেলায় অমাবস্যা শুরু হয়েছে ৷ আর আগে পর্যন্ত চতুর্দশী তিথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷ তারাপীঠের মাটিতেই মায়ের পাগল ছেলে বামদেব বা সাধক বামাক্ষ্যাপার সামনেই দশ মহাবিদ্যার দেবী মা তারার আবির্ভাব হয়েছিল ৷
advertisement
advertisement
আরও পড়ুন: সামনেই কৌশিকী অমাবস্যা, কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি, জানুন
কৌশিকী অমবস্যায় (Kaushiki Amabsya 2022) সিদ্ধিলাভ করেছিলেন বামাক্ষ্যাপা ৷ আজকের দিনে দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন তারপর থেকেই এই অমাবস্যার নাম হয় কৌশিকী অমাবস্যা ৷ সব থেকে বড় কথা আজকের দিনে কোনো ব্যক্তির মৃত্যু হলে তিনি কোনও দোষ পাবেন না ৷
advertisement
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে তবেই জীবনে ব্যবহারিক প্রয়োগ করুন ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kaushiki Amabsya 2022: কৌশিকী অমাবস্যায় বড় সংযোগ, পঞ্জিকা মতে আজকের দিনে পরলোক গমনে বড় ইঙ্গিত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement