Optical Illusion Vision Test: বাড়ির বাচ্চাটির খেলনা গাড়ি হারিয়ে গিয়েছে বাথরুমে, ৬ সেকেন্ডে খুঁজে তার মুখে হাসি ফোটাতে পারবেন কি?

Last Updated:

সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা!

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটাই প্রথমে দেখে নেওয়া যাক। আজকের ছবিটিতে দেখা যাচ্ছে, একটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার বা বাথরুমের দৃশ্য। প্রতিটা জিনিস জায়গায় একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। স্নানের জায়গায় টাঙানো রয়েছে গোলাপি রঙের পর্দা। এর মধ্যেই কোথাও হারিয়ে গিয়েছে একটি খেলনা গাড়ি। বাড়ির বাচ্চার এই খেলনাই ৬ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে। চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?
advertisement
advertisement
সময় শুরু হচ্ছে এখনই। খেলনা গাড়িটি খোঁজার জন্য বাথরুমটা খুঁটিয়ে লক্ষ্য করতে হবে। তাহলেই পাওয়া যাবে খেলনাটি। আচ্ছা, খোঁজার সুবিধার জন্য ছোট্ট একটা হিন্ট দেওয়া যাক! গাড়িটি রয়েছে স্নানঘরে। এবার আশা করি পাওয়া যাবে খেলনা গাড়িটি।
আর না পাওয়া গেলেও অসুবিধা নেই। আমরাই বলে দিচ্ছি। পর্দা ঘেরা স্নানঘরের অংশে মেঝের উপর রাখা শ্যাম্পু কিংবা বডি ওয়াশের বোতলের মাঝখানে রয়েছে লাল রঙের খেলনা গাড়িটি। আর গাড়িটির রঙের জন্যই তা শ্যাম্পু বা বডি ওয়াশের বোতলের সঙ্গে একেবারে মিশে গিয়েছে। ফলে চট করে দেখে ঠাহর করা প্রায় অসম্ভব! আর এই কারণেই বেশির ভাগ মানুষ নির্ধারিত সময়ের মধ্যে খেলনা গাড়িটিতে খুঁজে বার করতে পারেননি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion Vision Test: বাড়ির বাচ্চাটির খেলনা গাড়ি হারিয়ে গিয়েছে বাথরুমে, ৬ সেকেন্ডে খুঁজে তার মুখে হাসি ফোটাতে পারবেন কি?
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement