GST তো কমল অনেকটাই, কিন্তু এই 'সিন ট্যাক্স' ব্যাপারটা কী? চড়া দামে কিনতে হবে কোন কোন জিনিস, জেনে রাখুন

Last Updated:

GST Reduction- জিএসটি সংস্কার নিয়ে পণ্য ও পরিষেবা কর পরিষদ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি বড় পদক্ষেপ, ‘সিন গুডস’-এর ওপর ৪০ শতাংশ জিএসটি বসানোর অনুমোদন দেওয়া।

News18
News18
কলকাতা: জিএসটি সংস্কার নিয়ে পণ্য ও পরিষেবা কর পরিষদ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি বড় পদক্ষেপ, ‘সিন গুডস’-এর ওপর ৪০ শতাংশ জিএসটি বসানোর অনুমোদন দেওয়া। এখনও পর্যন্ত এই পণ্যের ওপর ২৮% জিএসটি এবং অতিরিক্ত সেস (উপকর) আরোপ করা হত। কিন্তু এখন এই পণ্যের ওপর সরাসরি ৪০% করের হার প্রযোজ্য হবে। এই নতুন হার ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
এই তালিকায় কী কী পণ্য অন্তর্ভুক্ত?
এই তালিকায় সেই সব পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বিলাসবহুল (লাক্সারি) ধরণের। এর মধ্যে রয়েছে—সিগারেট, সিগার, গুটখা, জর্দা, পান মশলা, সুগন্ধযুক্ত তামাক, ফ্লেভারড ও কার্বোনেটেড পানীয়। বিশ্বজুড়ে বিভিন্ন সরকার সাধারণত এই ধরনের পণ্যের উপর উচ্চ হারে কর আরোপ করে, যাতে এইসব পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে রাখা যায়। এই ধরনের করকে “সিন ট্যাক্স” বলা হয়।
advertisement
সরকারের উদ্দেশ্য কী?
সরকার বলেছে, এই নতুন কর হার জনস্বার্থে আনা হয়েছে। এই পণ্যগুলির অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সমাজের পক্ষে ক্ষতিকর। তাই সরকার এই পণ্যের ওপর কর বাড়িয়ে মানুষকে এগুলোর ব্যবহার থেকে বিরত রাখার চেষ্টা করছে।
advertisement
আরও পড়ুন- বিশ্বে রয়েছে এমন এক শহর, যেখানে সব বিল্ডিং মাটি দিয়ে তৈরি, বলুন তো কী নাম?
যতক্ষণ না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে জিএসটি ক্ষতিপূরণ বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেয়, ততদিন তামাকজাত পণ্যের উপর ২৮% জিএসটি + সেস কার্যকর থাকবে। পরে এই কর হার সরাসরি ৪০% কর শ্রেণিতে (ট্যাক্স স্ল্যাবে) নিয়ে আসা হবে।
advertisement
মদের উপর কী প্রভাব পড়বে?
সরকার স্পষ্ট করেছে, মদ আগের মতোই জিএসটির আওতার বাইরে থাকবে। এর উপর কর বসানোর অধিকার রাজ্য সরকারের কাছেই থাকবে। তারা এর উপর তাদের নিজস্ব উৎপাদন শুল্ক (এক্সসাইজ ডিউটি) আরোপ করতে থাকবে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GST তো কমল অনেকটাই, কিন্তু এই 'সিন ট্যাক্স' ব্যাপারটা কী? চড়া দামে কিনতে হবে কোন কোন জিনিস, জেনে রাখুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement