আর মাত্র ৩০ দিন...তারপরেই মহালয়া

Last Updated:

আর ঠিক ৩০ দিন পরেই মহালয়া ৷ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা ৷ কৈলাস থেকে চার ছেলে মেয়ে নিয়ে মা আসবেন বাপের বাড়ি ৷ আমাদের সঙ্গে থাকবেন ৷ বছরে মাত্র চারটে দিন মা’কে কাছে পাওয়া ৷

#কলকাতা: দেখতে দেখতে এসে গেল আরও একটা পুজো ৷ মেঘের আস্তরণ আর বৃষ্টির একঘেয়েমিটা কেটে গেলেই মাঝেমধ্যে উঁকি দিচ্ছে সে ৷ সেই বহু চেনা গন্ধটা, সেই পাগল পাগল হাওয়া আর দূরে কাশের গুচ্ছ ৷ মেট্রোতে প্রচুর ভিড় দেখলেও রাগ আসে না এখন, বেশি টাকা খরচ হলেও দুঃখ হয় না, বসের বকা খেলেও মনে হয় ক্ষমা করে দেওয়া যায়...৷ সবটাই বড্ড ভাল ভাল ৷ বাঙালির অতি পরিচিত, অতি বস্তাপচা. আর অতি আপন সেই পুজোটা দরজায় কড়া নাড়ছে যে ৷
আর ঠিক ৩০ দিন পরেই মহালয়া ৷ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা ৷ কৈলাস থেকে চার ছেলে মেয়ে নিয়ে মা আসবেন বাপের বাড়ি ৷ আমাদের সঙ্গে থাকবেন ৷ বছরে মাত্র চারটে দিন মা’কে কাছে পাওয়া ৷ তাই বছরের অন্যদিনের তুলনায় আনন্দ, খুশি, মজাটা বেড়ে চতুর্গুণ হয়ে যায় বৈকি ৷ আর এই সমস্ত দিনের সূচনা টো হয় মহালয়ার হাত ধরেই ৷
advertisement
advertisement
ধর্মপ্রাণ হিন্দুরা মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেন ৷ মহাভারতের কাহিনী অনুসারে জানা যায়, কর্ণ যখন স্বর্গে গেলেন তখন তাঁকে স্বর্ণ বা সোনা খেতে দেওয়া হয়েছিল ৷ কর্ণ তখন ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করেন ৷ দেবরাজ বলেন, দাতা কর্ণ সারা জীবন সকলকে শুধু স্বর্ণই দান করে গিয়েছেন ৷ পিতৃকূলের উদ্দেশ্যে কোনও খাদ্যই দান করেননি ৷ তখন কর্ণ বলেন, পিতৃকূল সম্পর্কে তিনি জ্ঞাত না থাকার কারণেই এমনটা ঘটেছে ৷ তখন আবার কর্ণকে ১৬ দিনের জন্য মর্ত্যে পাঠানো হয় ৷ ওই ১৬ দিন কর্ণ পিতৃকূলকে অন্ন ও জলদান করেন ৷ শেষপর্যন্ত কর্ণের পাপস্খলন হয় ৷
advertisement
আবার রামায়ণ বলছে, সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে শরতকালে রামচন্দ্র অকালে দেবী দুর্গার বোধন করেছিলেন ৷ তাই দেবীর এই বোধনকে বলা হয় অকাল বোধন ৷ আসল দুর্গাপুজো কিন্তু বসন্ত কালে ৷ তাকে বাসন্তী পুজা বলা হয় ৷ হিন্দুদের সমস্ত শুভকাজের আগেই পিতৃপুরুষকে অন্ন-জলদান করে খুশি করতে হয় ৷ রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে মহালয়ার দিন এমনটাই করেছিলেন ৷ সেই থেকে মহালয়ায় পিতৃপুরুষকে জল দেওয়ার রীতি চলে আসছে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আর মাত্র ৩০ দিন...তারপরেই মহালয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement