এত বড় নাম! ভারতের সব থেকে বড় নামের রেলস্টেশন কোনটা, জেনে নিন

Last Updated:

longest railway station name: ভারতের সবচেয়ে বড় নামের রেল স্টেশনের নাম উচ্চারণ করে দেখুন।

#কলকাতা: দেশে রেলপথে যাতায়াত করে ধনী থেকে গরীব, সকলেই। দীর্ঘ দূরত্বের ভ্রমণ হোক বা স্বল্প, রেলপথে যাতায়াত করা খুব সহজ বলে মনে করা হয়। প্রতিদিন লাখ লাখ মানুষ রেলপথে যাতায়াত করেন। একইসঙ্গে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলওয়ের পক্ষ থেকেও নেওয়া হয় নানা পদক্ষেপ।
গত কয়েক বছরে যাত্রীদের জন্য টিকিট বুক করার প্রক্রিয়াটিও রেলওয়ে খুব সহজ করা দিয়েছে। একইসঙ্গে ব্রিটিশ আমল থেকে দেশে রেলের রমরমা চলে আসছে। এদেশে রেলের ইতিহাসও অনেক পুরনো। আর সেই ইতিহাস বেশ কিছু রেলস্টেশনের নামেও লুকিয়ে আছে।
আরও পড়ুন- ছোট্ট মেয়ের জন্য সাইকেলে অভিনব সংযোজন, মায়ের সৃজনকে কুর্নিশ নেটদুনিয়ায়
দেশের অনেক রেলওয়ে স্টেশনের নাম বেশ অনন্য। যদিও এর মধ্যে অনেক রেলস্টেশনের নাম বেশ মজার। আপনি কি জানেন, দেশের কোন রেলস্টেশনের নাম সবচেয়ে বড়? আসলে দেশে এমন একটি রেলস্টেশন আছে যার নাম উচ্চারণ করতে আপনার সময় লেগে যেতে পারে।
advertisement
advertisement
অন্ধ্রপ্রদেশে একটি রেলওয়ে স্টেশনের নাম এমন, যা দেশের সবচেয়ে বড় নামের রেলওয়ে স্টেশন বলে মনে করা হয়। এই রেলস্টেশনের বানান এমন যে আপনি অবাক হয়ে যেতে পারেন।
আরও পড়ুন- শেষ মহূর্তে সিদ্ধান্ত! এবছর বাগবাজার সর্বজনীনের প্রস্তুতি কেমন?
দেশের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা (Venkatanarasimharajuvaripeta)। এর বানানে মোট ২৮টি ইংরেজি অক্ষর রয়েছে। এই স্টেশনটি অন্ধ্র প্রদেশে অবস্থিত। তবে এটি তামিলনাড়ু সীমান্তেরও খুব কাছে অবস্থিত।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এত বড় নাম! ভারতের সব থেকে বড় নামের রেলস্টেশন কোনটা, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement