ভয়ঙ্কর! সারা জীবনে বারবার বাজ পড়েছে এই মানুষটির উপর, মৃত্যুর পরও ছাড় পাননি

Last Updated:
লন্ডন: বজ্রপাত এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু জায়গায় অস্বাভাবিক বজ্রপাত মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে। বৃষ্টি যতই মনোরম হোক না কেন, যখন বজ্রপাত শুরু হয়, যে কোনও ব্যক্তি ভয় পেয়ে যায়। তবে আজ আমরা আপনাদের এমন একজনের কথা বলব যিনি গোটা জীবনে বহুবার বজ্রপাতের শিকার হয়েছেন।
আপনি এটাকে ওই ব্যক্তির দুর্ভাগ্য বলতে পারেন। সারা জীবনে বারবার বজ্রপাতের শিকার হয়েছেন তিনি। ওই লোকটির নাম ইতিহাসে বিখ্যাত এই কারণে যে তাঁর উপর বারবার বজ্রপাত হয়েছিল। তিনি অবশ্য বিভিন্ন জায়গায় বসবাস করেছিলেন। তবুও তিনি রক্ষা পাননি।
আরও পড়ুন- ভারতীয় রেলের বিস্ময় ট্রেন!একই সফরে যায় ১৩টি রাজ্যের উপর দিয়ে,জেনে নিন বিস্তারিত
আমরা যে ব্যক্তির কথা বলছি তার নাম ওয়াল্টার সামারফোর্ড। তিনি ছিলেন ব্রিটেনের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন। জীবনে তিনবার দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ১৯১৮ সালে তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামে ছিলেন। তখন তিনি ঘোড়ায় চড়ার সময় বজ্রপাতের শিকার হন।
advertisement
advertisement
সেই ঘটনায় তাঁর কোমরের নিচের অংশ অবশ হয়ে যায়। যদিও কয়েক মাসের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে এর পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওয়াল্টার এর পর কানাডায় গিয়ে নতুন জীবন শুরু করেন। সেখানেও ১৯২৪ সালে মাছ ধরার সময় ওয়াল্টারের উপর বজ্রপাতে হয়। সেবার তাঁর শরীরের ডান দিক পক্ষাঘাতগ্রস্ত হয়। আবারও তিনি সুস্থ হয়ে ওঠেন।
advertisement
আরও পড়ুন- তুষারাবৃত জঙ্গলে মিশে একটি শিয়াল আর ঘোড়া! লুকনো আরও ১ ঘোড়াকে কি খুঁজতে পারবেন
৬ বছর পর আবার তাঁর ওপর বজ্রপাত হয়। ওই দুর্ঘটনার ২ বছর পর ওয়াল্টার মারা যান। মজার বিষয় হল, তার পরও বজ্রপাত তাঁকে ছেড়ে যায়নি। ১৯৩৬ সালে বজ্রপাত ওয়াল্টারের কবরের উপর পড়ে। এর পর সেটি ধ্বংস করে দেয়। ই চক্র চলতে থাকে এবং প্রতি 6 বছর পর পর তাদের উপর বজ্রপাত হয়।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভয়ঙ্কর! সারা জীবনে বারবার বাজ পড়েছে এই মানুষটির উপর, মৃত্যুর পরও ছাড় পাননি
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement