চোরের উপর বাটপাড়ি! সাইবার প্রতারকের কাছ থেকেই ১০ হাজার টাকা হাতিয়ে নিলেন যুবক, তারপর যা হল…

Last Updated:

Kanpur News: সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক যুবককে ফোন করেছিল সাইবার জালিয়াতরা। কিন্তু যুবকও কম যান না। জালিয়াতদের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে ছেড়েছেন তিনি।

সাইবার প্রতারকের কাছ থেকেই ১০ হাজার টাকা হাতিয়ে নিলেন যুবক (Representative Image)
সাইবার প্রতারকের কাছ থেকেই ১০ হাজার টাকা হাতিয়ে নিলেন যুবক (Representative Image)
কানপুর: ‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ…’। একেবারে এমনটাই ঘটেছে সাইবার প্রতারকদের সঙ্গে। সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক যুবককে ফোন করেছিল সাইবার জালিয়াতরা। কিন্তু যুবকও কম যান না। জালিয়াতদের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে ছেড়েছেন তিনি।
দৈনিক ভাস্কর-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের কানপুরের বর্রা এলাকার বাসিন্দা ভূপেন্দ্র সিং। গত ৬ মার্চ তাঁর কাছে একটি ফোন কল আসে। নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, “আপনি ফোনে অশ্লীল ভিডিও দেখেন। এক মহিলা এফআইআর দায়ের করেছেন। কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে।“ ৩২টি মর্ফ ভিডিও এবং ৪৮টি মর্ফ ছবিও ভূপেন্দ্রকে হোয়াটসঅ্যাপে পাঠান তিনি।
advertisement
advertisement
ভূপেন্দ্র বুঝে যান, সিবিআই, পুলিশ কেউ নয়। আসলে জালিয়াত। তাঁর কাছ থেকে এবার টাকাপয়সা হাতানোর চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে নতুন গল্প ফাঁদেন ভূপেন্দ্র। শুধু তাই নয়, এমন ভাবে ফাঁদ পাতেন, প্রতারক নিজেই হাজার খানেক টাকা দিয়ে বসেন ভূপেন্দ্রকে।
advertisement
কাঁচুমাচু সুরে ভূপেন্দ্র ফোনে বলেন, “ আঙ্কেল, এসব কথা মাকে বলবেন না প্লিজ। তাহলে খুব বিপদে পড়ব।“ ভুপেন্দ্রর মা কয়েক বছর আগেই মারা গিয়েছেন। যাইহোক প্রতারক তখন বলেন, “এফআইআর হয়ে গিয়েছে, এখন মামলা বন্ধ করতে ১৬ হাজার টাকা লাগবে।“
ফোনের অপর প্রান্তে কিছুক্ষণ চুপচাপ থাকেন ভূপেন্দ্র। তারপর কান্না ভেজা গলায় বলেন, “টাকা জোগাড় করার চেষ্টা করছি। আমাকে একটু সময় দিন।“ পরেরদিন ফের ফোন আসে, “কী হল, টাকা কবে দেবেন?” ভূপেন্দ্র বলেন, “কয়েকদিন আগে বাড়ি থেকে একটা সোনার চেন চুরি করেছিলাম। আমার বন্ধুর বাবা স্বর্ণকার, তাঁকেই বিক্রির জন্য দিয়েছি। ৪০ হাজার টাকা পাব। পুরো টাকাটাই আপনাকে দিয়ে দেব।“
advertisement
এ কথা শুনে আশ্বস্ত হন প্রতারক। আর কিছু বলেন না। পরদিন ফোন করলে ভূপেন্দ্র বলেন, “বন্ধুর বাবা পুরো টাকা দিতে চাইছে না। বলছে, আগে ৩ হাজার টাকা দিতে হবে। আমি ছাত্র, এই টাকা কোথায় পাব? আপনি যদি আমাকে ৩ হাজার টাকা দেন, তাহলে টাকা পেলেই আপনাকে সবটা শোধ করে দেব।“
advertisement
একটুও সন্দেহ হয়নি প্রতারকের। টাকা দিয়ে দেন তিনি। এরপর ভূপেন্দ্র ফের ৫০০ টাকা চান। প্রতারক সেটাও পাঠিয়ে দেন। কিন্তু ভূপেন্দ্র আর টাকা পাঠায় না। ৯ মার্চ ফোন করলে তিনি বলেন, “জুয়েলার্সের দোকানে বলেছে, বাবা-মাকে নিয়ে আসতে হবে, তবেই টাকা দেবে। নাবালককে ওরা টাকা দিতে চাইছে না। আপনি আমার বাবা সেজে গয়নার দোকানে যাবেন?”
advertisement
ভূপেন্দ্র এক বন্ধুকে সোনার দোকানের মালিক সাজিয়ে প্রতারকের সঙ্গে কথাও বলান। এসবের মধ্যে আরও ৪,৪৮০ টাকা চেয়ে বসেন ভূপেন্দ্র। প্রতারক সেই টাকাও পাঠিয়ে দেন। এভাবে মোট ১০ হাজার টাকা হাতিয়ে নেন ভূপেন্দ্র। এখন প্রতারকের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। ভূপেন্দ্রর থেকে এখন আর টাকা চান না তিনি। কিন্তু যে টাকা দিয়েছেন, সেটা ফেরত দেওয়ার জন্য কাকুতিমিনতি করেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চোরের উপর বাটপাড়ি! সাইবার প্রতারকের কাছ থেকেই ১০ হাজার টাকা হাতিয়ে নিলেন যুবক, তারপর যা হল…
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement