আজ রথ, নিয়ম মেনে শুধু এই কাজগুলো করুন... অর্থকষ্ট দূর হবেই...সমৃদ্ধি আসবে

Last Updated:

রথের দিন সকালটা অন্যান্য দিনের চেয়ে আলাদা । জগন্নাথের আশীর্বাদ নিয়ে শুরু করুন দিনটা । কী কী করবেন?

#কলকাতা: জগন্নাথদেবকে মনে করা হয় স্বয়ং নায়ায়ণের অংশবিশেষ ৷ তিনিই সংসারের রক্ষা কর্তা ৷ তাই একবার জগন্নাথ দর্শনেই হাজার জন্মের ফল লাভ হয়, এমনটাই মনে করেন তাঁর ভক্তরা । শাস্ত্র অনুযায়ী, সংসারে সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাই রথের দিন সকালটা অন্যান্য দিনের চেয়ে আলাদা । জগন্নাথের আশীর্বাদ নিয়ে শুরু করুন দিনটা । কী কী করবেন?
• এ দিন সকাল সকাল স্নান সেরে নিন ৷ বাড়ির জগন্নাথদেবের মূর্তিকে সাদা, হলুদ ফুলে সাজিয়ে তুলুন ৷ সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও সুভদ্রাকেও ৷
• সাদা চন্দন দিয়ে জগন্নাথকে সাজাতে ভুলবেন না যেন ৷
advertisement
• এ দিন জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ ৷ লক্ষ্য রাখুন প্রদীপটি যেন জ্বলতে থাকে ৷
advertisement
• সেই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথে রাখা প্রদীপটি ৷
• ঠাকুর ঘর ছাড়া, ঘরের অন্য কোথাও জগন্নাথ দেবের মূর্তি থাকলে, সব মূর্তিতেই মালা, ফুল দিন ৷
• জগন্নাথ ক্ষীর খেতে ভালেবাসেন ৷ ক্ষীর যেন থাকে জগন্নাথের প্রসাদে ৷
• রথ টানার আগে অবশ্যই শঙ্খ ধ্বনি ও কাঁসর-ঘণ্টা বাজান ৷
advertisement
• জগন্নাথ দেবকে তুষ্ট করতে তাঁর মন্ত্রচ্চারণ করুন । ‘ নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে। বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।’ এই মন্ত্রের অর্থ হল-‘পরমাত্মা স্বরুপ যাঁরা নিত্যকাল নীলাচলে বসবাস করেন, সেই বলদেব, সুভদ্রাও জগন্নাথদেবকে প্রণতি নিবেদন করি।’
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আজ রথ, নিয়ম মেনে শুধু এই কাজগুলো করুন... অর্থকষ্ট দূর হবেই...সমৃদ্ধি আসবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement