সত্যিই কি শাপপ্রাপ্ত হয়ে ৫ হাজার বছর ধরে আশিরগড় দুর্গে ঘুর বেড়াচ্ছেন অশ্বত্থামা?

Last Updated:

স্থানীয়রা বলেন, মধ্যপ্রদেশের বুরহানপুর শহরের আশিরগড় ফোর্টে আজও ঘুরে বেড়ান অশ্বত্থামা । অনেকে তাঁকে দেখেছেন এমনও শোনা যায় । সেই সত্যের সন্ধানে গিয়ে কী দেখা গেল আশিরগড় ফোর্টে?

মহাভারতের এক ট্রাজিক নায়ক বলা যায় অশ্বত্থামাকে । কর্ণের মতই তিনিও ছিলেন মহারথী । কিন্তু অর্ধমের নামে নিজের অস্ত্র বিকিয়ে দিয়েছিলেন তিনি । সে কারণেই মহাগুরু দ্রোণাচর্যের পুত্র হয়েও, ব্রহ্মাস্ত্র প্রাপ্ত করেও তিনি কৃষ্ণের শাপ পেয়েছিলেন । দুর্যোধনের প্রতি সমার্পিত ছিল অশ্বত্থামার অস্ত্র ।
কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা যোগ দিয়েছিলেন কৌরবদের দলে । এমনকি হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীকে অপমান করার সময়েও অশ্বত্থামা তাঁর বন্ধু দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছিলেন । কুরুক্ষেত্র যুদ্ধের একেবারে পর্যায়ে, অশ্বত্থামা নিজের ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন উত্তরার গর্ভে অভিমন্যুর সন্তানকে মারার জন্য । সেই ব্রহ্মাস্ত্রকে নিজের পুনর্জন্মের জোরে নষ্ট করেছিলেন শ্রীকৃষ্ণ । এরপরেই তিনি অশ্বত্থামাকে অমরত্বের শাপ দেন । কথিত আছে, এরপর থেকে আজ পর্যন্ত ৫ হাজার বছর ধরে জীবিত রয়েছেন  অশ্বত্থামা ।
advertisement
স্থানীয়রা বলেন, মধ্যপ্রদেশের বুরহানপুর শহরের আশিরগড় ফোর্টে আজও ঘুরে বেড়ান অশ্বত্থামা । ওই দুর্গের শিবলঙ্গে রোজ সকালে দুধ, চাল দিয়ে যান কোনও এক ব্যক্তি । অনেকে তাঁকে দেখেছেন এমনও শোনা যায় । সেই সত্যের সন্ধানে গিয়ে কী দেখা গেল আশিরগড় ফোর্টে? দেখুন....
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সত্যিই কি শাপপ্রাপ্ত হয়ে ৫ হাজার বছর ধরে আশিরগড় দুর্গে ঘুর বেড়াচ্ছেন অশ্বত্থামা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement