সত্যিই কি শাপপ্রাপ্ত হয়ে ৫ হাজার বছর ধরে আশিরগড় দুর্গে ঘুর বেড়াচ্ছেন অশ্বত্থামা?

Last Updated:

স্থানীয়রা বলেন, মধ্যপ্রদেশের বুরহানপুর শহরের আশিরগড় ফোর্টে আজও ঘুরে বেড়ান অশ্বত্থামা । অনেকে তাঁকে দেখেছেন এমনও শোনা যায় । সেই সত্যের সন্ধানে গিয়ে কী দেখা গেল আশিরগড় ফোর্টে?

মহাভারতের এক ট্রাজিক নায়ক বলা যায় অশ্বত্থামাকে । কর্ণের মতই তিনিও ছিলেন মহারথী । কিন্তু অর্ধমের নামে নিজের অস্ত্র বিকিয়ে দিয়েছিলেন তিনি । সে কারণেই মহাগুরু দ্রোণাচর্যের পুত্র হয়েও, ব্রহ্মাস্ত্র প্রাপ্ত করেও তিনি কৃষ্ণের শাপ পেয়েছিলেন । দুর্যোধনের প্রতি সমার্পিত ছিল অশ্বত্থামার অস্ত্র ।
কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা যোগ দিয়েছিলেন কৌরবদের দলে । এমনকি হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীকে অপমান করার সময়েও অশ্বত্থামা তাঁর বন্ধু দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছিলেন । কুরুক্ষেত্র যুদ্ধের একেবারে পর্যায়ে, অশ্বত্থামা নিজের ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন উত্তরার গর্ভে অভিমন্যুর সন্তানকে মারার জন্য । সেই ব্রহ্মাস্ত্রকে নিজের পুনর্জন্মের জোরে নষ্ট করেছিলেন শ্রীকৃষ্ণ । এরপরেই তিনি অশ্বত্থামাকে অমরত্বের শাপ দেন । কথিত আছে, এরপর থেকে আজ পর্যন্ত ৫ হাজার বছর ধরে জীবিত রয়েছেন  অশ্বত্থামা ।
advertisement
স্থানীয়রা বলেন, মধ্যপ্রদেশের বুরহানপুর শহরের আশিরগড় ফোর্টে আজও ঘুরে বেড়ান অশ্বত্থামা । ওই দুর্গের শিবলঙ্গে রোজ সকালে দুধ, চাল দিয়ে যান কোনও এক ব্যক্তি । অনেকে তাঁকে দেখেছেন এমনও শোনা যায় । সেই সত্যের সন্ধানে গিয়ে কী দেখা গেল আশিরগড় ফোর্টে? দেখুন....
advertisement
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সত্যিই কি শাপপ্রাপ্ত হয়ে ৫ হাজার বছর ধরে আশিরগড় দুর্গে ঘুর বেড়াচ্ছেন অশ্বত্থামা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement