IPS Story: ‘এমন মানুষদের লজ্জা হওয়া উচিত’; আইএএস পূজা খেড়কর মামলায় মুখ খুললেন এক আইপিএস অফিসার

Last Updated:

IPS Story, IAS Puja Khedkar: পূজা খেড়কর বিতর্কিত মামলায় মন্তব্য করেছেন আইপিএস অফিসার প্রাচী সিং। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন যে, “বহু ইউপিএসসি পরীক্ষার্থী ইডব্লিউএস/পিএইচ ইত্যাদির জাল সার্টিফিকেট পেয়ে অন্যায় সুবিধা নিয়ে চাকরিতে যোগ দিচ্ছেন।”

আইএএস পূজা খেড়কর মামলায় মুখ খুললেন এক আইপিএস অফিসার
আইএএস পূজা খেড়কর মামলায় মুখ খুললেন এক আইপিএস অফিসার
IPS Story, IAS Puja Khedkar: সম্প্রতি পূজা খেড়কর মামলায় একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন ইউপি ক্যাডারের আইএএস অভিষেক সিং। এই প্রশাসনিক বাছাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার বিষয়ে কথা বলেছেন তিনি। এই ভিডিও-র কমেন্ট সেকশনে নানা ধরনের মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। এমনকী, তাঁরা কাঠগড়ায় তুলেছেন অভিষেক সিংকেও। যদিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত অভিযোগের কড়া জবাবও দিয়েছেন তিনি। অভিষেকের পরে ইউপি ক্যাডারের আরও এক আইপিএস অফিসারও পূজা খেড়কর মামলায় নিজের বক্তব্য রেখেছেন। জাল নথির ভিত্তিতে ইউপিএসসি কোটা ব্যবহার করা প্রার্থীদের তিনি কটাক্ষ করেছেন। এর পাশাপাশি এই ধরনের মানুষদের নিজের কাজ করারও পরামর্শ দিয়েছেন।
পূজা খেড়কর বিতর্কিত মামলায় মন্তব্য করেছেন আইপিএস অফিসার প্রাচী সিং। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন যে, “বহু ইউপিএসসি পরীক্ষার্থী ইডব্লিউএস/পিএইচ ইত্যাদির জাল সার্টিফিকেট পেয়ে অন্যায় সুবিধা নিয়ে চাকরিতে যোগ দিচ্ছেন।” প্রাচী সিং আরও লিখেছেন যে, “কিছু মানুষ সব দিক দিয়ে ধনী হওয়া সত্ত্বেও ওবিসি-র ক্রিমের মতো আস্তরণের সম্পূর্ণ সুবিধা নিচ্ছেন।” এই বিষয়টিতে নিজের তীব্র আপত্তির কথা জানান তিনি এবং বলেন যে, “এর জন্য মানুষের লজ্জা হওয়া উচিত। কোনও চাকরি করতে চাইলে সেটা নিজের যোগ্যতায় করুন। আর কত দিন অন্যের অধিকার ছিনিয়ে নিতে থাকবেন।” আইপিএস প্রাচী সিংয়ের এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
advertisement
advertisement
আইপিএস প্রাচী সিংয়ের পোস্ট ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত এক্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই পোস্ট দেখেছেন প্রায় ৭৬.৩ হাজার মানুষ। ১.৯ হাজার মানুষ পোস্টটিতে লাইক দিয়েছেন। ৭৫৪ জন শেয়ার করেছেন পোস্টটি। ওই পোস্টের জবাবে প্রাচী লিখেছেন যে, এটা আমার ব্যক্তিগত মতামত। এতে খারাপ লাগার কিছু নেই। যা সত্যি, তা সত্যি।
advertisement
প্রসঙ্গত প্রাচী সিং হলেন ২০১৭ ব্যাচের আইপিএস অফিসার। আদতে ফতেহপুরের বাসিন্দা হলেও তাঁর জন্ম কানপুরে। তাঁর বাবা রাম সিং গৌতমও একজন পিসিএস অফিসার। আর তাঁর মা তিনটি বিষয়ে এমএ। লখনউয়েও থেকেছেন প্রাচী। বর্তমানে তিনি সিদ্ধার্থ নগর জেলার এসপি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
IPS Story: ‘এমন মানুষদের লজ্জা হওয়া উচিত’; আইএএস পূজা খেড়কর মামলায় মুখ খুললেন এক আইপিএস অফিসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement