একদম মানুষের চুলের মতো দেখতে,অথচ চুল না! তবে কী ? জেনে নিন

Last Updated:

একটি ভিডিওতে দেখা গেছে গাছের গুঁড়িতে লম্বা কালো চুলের মতো কিছু ঝুলছে , কাছে গিয়ে দেখা যায় এটি মাকড়সার বানানো লোমযুক্ত বাসা। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ১.৪৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে। human hair like nest bult by harvest spider

সোশ্যাল মিডিয়াতে এমন অনেক অদ্ভুত ভিডিও পোস্ট হয়, যা আমাদের বিশ্বাস করা করা কঠিন হয়ে যায়। আমাদের চারিপাশে প্রকৃতিতে আমরা এমন কিছু জিনিস প্রায় প্রতিদিনই ঘটে থাকে যা মানুষকে সেই দিকে আকৃষ্ট করে। সম্প্রতি এমনি একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে গাছের গুঁড়িতে লম্বা কালো চুলের মতো কিছু ঝুলছে , কাছে গিয়ে দেখা যায় এটি মাকড়সার বানানো লোমযুক্ত বাসা।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ১.৪৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটি দেখলে মনে হয় হয়ত কেউ লম্বা ঘন চুল নিয়ে পিছন ফায়ার দাঁড়িয়ে আছে. কিন্তু সামনে গেলে এর আসল রূপ ধরা পড়ে। যিনি ভিডিওটি রেকর্ড করছিলেন, একটু কাছে যেতেই তিনি একটি ছোট কাঠি দিয়ে খোঁচা মারলে হাজার হাজার মাকড়সাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এই মাকড়সাগুলিকে "হারভেস্ট স্পাইডার" বা ওপিলিয়ন্স বলা হয়ে থাকে। খোঁচা মারতেই এই বিশেষ প্রজাতির মাকড়সাগুলি এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আবার কিছু কিছু মাটিতে পড়ে যায়। এই ধরণের মাকড়সার জাল সাধারণত আমাদের চারিপাশে খুব একটা দেখা যায় না। এক বিশেষ পদ্ধতিতে এরা নিজেদের বাসা বাঁধে যা দেখতে একদম মানুষের চুলের মতো হয়। দূর থেকে দেখলে বোঝা সত্যি দুরুহ যে এটা চুল না মাকড়সার জালি।
advertisement
ইনস্টাগ্রামে ViralHog নামক পেজে এই পোস্টটি শেয়ার করা হয় এবং সঙ্গে ক্যাপশনে লেখা হয় "হাজার হাজার মাকড়সা গাছকে ঢেকে আছে।"
advertisement
ভিডিওটি দেখে বহু ইউসার নিজেদের মন্তব্য পোস্ট করেছেন। একজন ইউসার লিখেছেন , "আমি ভেবেছিলাম এটি একটি ভালুক বা বিন্টুরং-এর মতো গাছে বসবাসকারী সুন্দর তুলতুলে প্রাণী হবে হয়ত ।"
অন্য একজনের কথায় “আমি জোরে চিৎকার করেছিলাম। যদি জানতে পারি, এটি আসলে কোথায় , তাহলে আমি কখনও সেখানে যাবো না। "
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
একদম মানুষের চুলের মতো দেখতে,অথচ চুল না! তবে কী ? জেনে নিন
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement