General Knowledge: হাতির মতো শক্তিশালীও নয়, চিতার মতো দ্রুতও নয়, তবু সিংহকে বনের রাজা কেন বলা হয় জানেন?
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
General Knowledge: কেন সিংহকে জঙ্গলের রাজা বলা হয়? সিংহকে জঙ্গলের রাজা বলার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই। এটি কেবল এক ধরণের উপমা, যা তাকে দেওয়া হয় তার চেহারা, মনোভাব এবং খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকার কারণে। তবে, ভারতীয় বন পরিষেবা অফিসার পারভীন কাসওয়ানও ২০২২ সালের বিশ্ব সিংহ দিবস উপলক্ষে টুইটারে লোকদের জিজ্ঞাসা করেছিলেন, কেন সিংহকে জঙ্গলের রাজা বলা হয়? এবার তিনি উত্তর দিলেন।
নয়াদিল্লি: জঙ্গলের রাজার কথা উঠলে প্রথমেই যে নামটি আসে তা হল সিংহের। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে সিংহই জঙ্গলের রাজা। চলচ্চিত্রেও তাই দেখানো হয়েছে। সিংহের পরিবারে (সিংহকে কেন জঙ্গলের রাজা বলা হয়), সিংহীকে রাণী করা হয় এবং তার সন্তানকে রাজকুমার করা হয়। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন এর পেছনের কারণ কী, কোনও বৈজ্ঞানিক কারণ আছে নাকি শুধু তাই বলা হয়েছে? আসুন সেটাই জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: “আমি আপনাকে ভোট দিয়েছি, আপনি আমাকে বউ জোগাড় করে দিন!” বিধায়কের কাছে আজব দাবী ৪৩-এর বুড়োর
লোকেরা প্রায়শই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অদ্ভুত প্রশ্ন করে। সম্প্রতি কেউ জিজ্ঞেস করে সিংহকে বনের রাজা বলা হয় কেন? এই প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে এসেছে। মানুষ তাদের নিজেদের বোধগম্যতা অনুযায়ী উত্তর দেয়। কেউ বলেছেন যে সিংহ সবচেয়ে শক্তিশালী, আবার কেউ বলেছেন যে তার ঘন চুল তাকে রাজার চেহারা দেয়। একজন বলল, সিংহের গর্জন এত জোরে যে সবাই ভয় পায়।
advertisement
advertisement
কেন সিংহকে জঙ্গলের রাজা বলা হয়? সিংহকে জঙ্গলের রাজা বলার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই। এটি কেবল এক ধরণের উপমা, যা তাকে দেওয়া হয় তার চেহারা, মনোভাব এবং খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকার কারণে। তবে, ভারতীয় বন পরিষেবা অফিসার পারভীন কাসওয়ানও ২০২২ সালের বিশ্ব সিংহ দিবস উপলক্ষে টুইটারে লোকদের জিজ্ঞাসা করেছিলেন, কেন সিংহকে জঙ্গলের রাজা বলা হয়? এবার তিনিও উত্তর দিলেন।
advertisement
টুইটে তিনি লিখেছেন, সিংহ জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী নয়, সবচেয়ে শক্তিশালীও নয়, তাহলে তাকে জঙ্গলের রাজা বলা হয় কেন? এরপর পরবর্তী টুইটে কারণও জানান তিনি। তিনি বলেছিলেন যে মানুষ সবকিছুকেই নিজের মতো করে নিতে ভালোবাসে। সিংহের চরিত্রও অনেকটা তেমনই। সে আধিপত্য দেখাতে পছন্দ করে, সে যে অঞ্চলে বাস করে সেই এলাকাকে কঠোরভাবে রক্ষা করে এবং তার জন্য সিংহী শিকার করে আনে৷ খাবারের উপর সিংহের প্রথম অধিকার রয়েছে। এ ছাড়া তিনি বিশ্রাম নিতে পছন্দ করেন এবং তার পশুপালকে রক্ষা করে। বাঘের মতো ইচ্ছা হলেই সে শিকারও করে না৷ সিংহের জীবন অনেকটা রাজার মতো৷ আর সে কারণেই এটিকে বনের রাজা বলে আসা হচ্ছে।
advertisement
মোদ্দা কথা এটাই যে, সিংহকে বনের রাজা বলার পিছনে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই৷ পুরোটাই মিথ৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 17, 2024 8:20 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
General Knowledge: হাতির মতো শক্তিশালীও নয়, চিতার মতো দ্রুতও নয়, তবু সিংহকে বনের রাজা কেন বলা হয় জানেন?







