সাধারণ পোশাকে শোরুমে ঢুকলেন বাবা-ছেলে, বেরিয়ে এলেন দেশের সবচেয়ে দামি এই মডেল নিয়ে! দেখে সবাই থ!

Last Updated:

সাধারণ পোশাকে শোরুমে প্রবেশ, বেরিয়ে এলেন দেশের সবচেয়ে দামি ল্যাম্বরগিনি মডেল নিয়ে — হতবাক নেটপাড়া!

সাধারণ পোশাকে শোরুমে হাজির, ৪.৬১ কোটির ল্যাম্বারগিনি কিনে চমকে দিলেন বাবা-ছেলে, নেটপাড়ায় ভাইরাল
সাধারণ পোশাকে শোরুমে হাজির, ৪.৬১ কোটির ল্যাম্বারগিনি কিনে চমকে দিলেন বাবা-ছেলে, নেটপাড়ায় ভাইরাল
সাধারণ পোশাকে ল্যাম্বারগিনি শোরুমে ঢুকে এক বাবা-ছেলের জুটি বেরিয়ে এলেন কোম্পানির সবচেয়ে দামি মডেল নিয়ে। আর এই ঘটনার ভিডিও ও ছবি ভাইরাল হতেই হতবাক নেটিজেনরা — ভাঙল সামাজিক ‘স্টেরিওটাইপ’।
ব্যাঙ্গালোরভিত্তিক এই পরিবার ল্যাম্বারগিনির অত্যাধুনিক মডেল Sterrato-র ডেলিভারি নিয়েছেন, যার এক্স-শোরুম মূল্য শুরু হয় প্রায় ৪.৬১ কোটি টাকা থেকে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, তাঁরা কোনও ধুমধাম বা ‘লক্ষ্মীপুজো’ করেননি।
কোনও ডিজাইনার জামা-কাপড় বা বিলাসবহুল লোকেশন নয় — বরং সাদামাটা পোশাকে, একটি ব্যক্তিগত জায়গায় তাঁরা এই গাড়ির ডেলিভারি নেন। এতে স্পষ্ট, সম্পদ থাকলেই তা দেখাতে হবে—এই ধারণাকে সম্পূর্ণভাবে উল্টে দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
সাধারণ পোশাকে শোরুমে হাজির, ৪.৬১ কোটির ল্যাম্বারগিনি কিনে চমকে দিলেন বাবা-ছেলে, নেটপাড়ায় ভাইরাল
advertisement
সাধারণ পোশাকে শোরুমে হাজির, ৪.৬১ কোটির ল্যাম্বারগিনি কিনে চমকে দিলেন বাবা-ছেলে, নেটপাড়ায় ভাইরাল

🏎️ ল্যাম্বারগিনি Sterrato সম্পর্কে কিছু তথ্য:

  • এটি মূলত Huracan মডেলের একটি উন্নত সংস্করণ
  • Sterrato প্রথম ২০২২ সালে বিশ্ববাজারে উন্মোচন করা হয়।
  • গ্রাহকদের হাতে গাড়ি পৌঁছাতে শুরু হয় ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক থেকে।
  • advertisement
  • এই মডেলটির মোট ১,৪৯৯টি ইউনিটই তৈরি হয়েছে বিশ্বজুড়ে, যার মধ্যে মাত্র ১৫টি ভারতে বরাদ্দ হয়েছে
  • নেটপাড়ার প্রতিক্রিয়া বলছে—“অহংকারহীন, বিনয়ী থেকেও আপনি বিলাসের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন”। এই বাবা-ছেলের গল্প এখন বহু মানুষের কাছে অনুপ্রেরণার মতো।
    বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
    সাধারণ পোশাকে শোরুমে ঢুকলেন বাবা-ছেলে, বেরিয়ে এলেন দেশের সবচেয়ে দামি এই মডেল নিয়ে! দেখে সবাই থ!
    Next Article
    advertisement
    পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
    পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
    VIEW MORE
    advertisement
    advertisement