ভয়ঙ্কর! ব্ল্যাক কোবরার ফটোশুট! তাও স্টুডিওতে! সাপের এমন ছবি আগে ওঠেনি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cobra Snake photoshoot: সাপের ফটোশুট। তাও ভয়ঙ্কর কোবরার! এমন ছবি পৃথিবীর বুকে আগে ওঠেনি!
নিউ ইয়র্ক: সাপের ফটোশুট। তাও আবার যে-সে সাপ নয়! ব্ল্যাক কোবরা!
আপনি আজ পর্যন্ত হয়তো অনেক মডেলের ফটোশুট দেখেছেন। ফটোশুটের আগে মডেলদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিনেতা এবং অভিনেত্রীরাও যে কোনও পণ্য বা অনুষ্ঠানের জন্য ফটোশুট করান।
আগে যেখানে শুধু পেশাদাররা ফটোশুট করতেন, সেখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে সাধারণ মানুষকেও ফটোশুট করতে দেখা যায়। সেটা প্রি-ওয়েডিং হোক বা মাতৃত্বকালীন সময়ে ছবি তোলা।
advertisement
advertisement
আরও পড়ুন- বিশ্বের কোন দেশটি পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত বলুন তো? নাম শুনলে চমকে যাবেন!
বর্তমান সময়ে আপনি অনেক ধরনের ফটোশুট দেখেছেন হয়তো! মানুষ ফটোশুট করে, কিন্তু কখনও শুনেছেন কি কোবরা ফটোশুট করছে!
কোবরার ফটোশুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যারা এই ভিডিওটি দেখেছেন তাঁরা নিজের চোখ দুটিকে বিশ্বাস করতে পারছেন না। পেশাদারদের মতো ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে সাপটিকে। ক্যামেরাম্যান কোবরার এমন ছবি তুলেছেন যে আপনিও অবাক হবেন।
advertisement
কিছুকাল আগেও ক্যামেরাম্যানরা সাপ বা ওই জাতীয় প্রাণীর ফটোশুটের জন্য জঙ্গলে ঘুরে বেড়াতেন। মাঝে মাঝে দু-একটা ছবি খুব চমৎকার উঠত। ক্যামেরাম্যান প্রাণীদের ছবি তোলার জন্য কয়েক মাস ধরে ক্যাম্পে থাকতেন। তবে গিয়ে নিখুঁত ছবি পেতেন।
advertisement
advertisement
এখন স্টুডিওতেপ্রাণীদের ছবি তোলার ভিডিও চমকে দিয়েছে মানুষকে। এখনও পর্যন্ত এই ভিডিওটি লক্ষাধিক বার দেখা হয়েছে। সেই ছবি, ভিডিও দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, এটা অবিশ্বাস্য কাজ। সাপ নাকি সুপার মডেল! কোবরার ছবিগুলিও উঠেছে চমকে দেওয়ার মতো।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 2:18 PM IST