Waiter Turns Down Rs 83 Lakh: চাকরি ছাড়ার জন্য দেওয়া হল ৮৩ লাখ টাকার লোভ, প্রত্যাখ্যান করলেন রেস্তরাঁকর্মী

Last Updated:

Waiter Turns Down Rs 83 Lakh: ব্যক্তির নাম অ্যালেকজান্ডার হেল্ড৷ তিনি একজন রেস্তরাঁ কর্মী ছিলেন৷ তাঁকে কোনও এক অচেনা ব্যক্তি তাঁর রেস্তরাঁর চাকরি ছাড়ার জন্য তাঁকে প্রায় ৮৩ লাখ টাকা দিতে দেখা যায়৷ কিন্তু তিনি সেই টাকা প্রত্যাখ্যান করেন৷

চাকরি ছাড়ার জন্য ৮৩ লাখ টাকা ফেরালো রেস্তোরাঁকর্মী
চাকরি ছাড়ার জন্য ৮৩ লাখ টাকা ফেরালো রেস্তোরাঁকর্মী
দিল্লি: ভাবুন আপনাকে কোনও অচেনা ব্যক্তি কয়েক লাখ টাকা দিল, আপনার বর্তমান কোম্পানি ছাড়ার জন্য৷ টাকার অঙ্কটাও নেহাত কম নয়, প্রায় ৮৩ লাখ টাকা৷ কী করবেন? আপনি যাই করুন না কেন! একজন ব্যক্তি সেই টাকা পত্রপাট প্রত্যাখান করে দিলেন৷
ব্যক্তির নাম অ্যালেকজান্ডার হেল্ড৷ তিনি একজন রেস্তরাঁ কর্মী ছিলেন৷ তাঁকে কোনও এক অচেনা ব্যক্তি তাঁর রেস্তরাঁর চাকরি ছাড়ার জন্য তাঁকে প্রায় ৮৩ লাখ টাকা দিতে দেখা যায়৷ কিন্তু তিনি সেই টাকা প্রত্যাখ্যান করেন৷
advertisement
advertisement
এই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ সেখানে দেখা যায় একজন ব্যক্তি তাঁর বর্তমান জায়গার কাজ ছেড়ে দেওয়ার জন্য তাঁকে একজন এই বিপুল পরিমাণে টাকা অফার করে৷ সেই টাকা প্রত্যাখ্যান করে কাজ ও মালিকের প্রতি তাঁর অপার অনুগত্য প্রমাণ করে৷
advertisement
কিন্তু কেন সে অচেনা ব্যক্তিটি এতগুলো টাকা দিতে চাইল, সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়৷ তবে এই ভিডিওটি @historyinmemes থেকে প্রথম পোস্ট হয়৷
এখন কাজের জগতে এই ধরনের আনুগত্য প্রায় দেখাই যায় না৷ যেখানে মাইনে বৃদ্ধির জন্য প্রায়শই কোম্পানি ছেড়ে কর্মীরা চলে যায়৷ সেখানে এই ধরনের কাজ সত্যিই নেটিজেনকে মুগ্ধ করেছে৷ তবে আনুগত্যের জন্য তিনি রেস্তোরাঁর মালিকের পক্ষ থেকে পুরষ্কারও পেয়েছেন৷ দেখা যাচ্ছে তিনি অ্যালেকজান্ডারকে তাঁর সততার জন্য প্রায় ১৬ লাখ টাকা দিয়েছেন৷
advertisement
সেখানেই আবার বেশ কিছু রেস্তরাঁর কর্মচারীকে আবার বহু কাস্টমারের সঙ্গে টিপসের জন্য অভব্য আচরণ করতে দেখা যায়৷ একবার খবর হয়েছিল ফ্রান্সের এক রেস্তোরাঁতে একজন কাস্টমার এক কর্মীকে ৫০০ ইউরো টিপস দিয়েছিলেন৷ সেই টিপস পছন্দ না হওয়ায় সেই রেস্তোরাঁ কর্মী কাস্টমারের সঙ্গে ঝগড়া আরম্ভ করে দেয়৷ তাঁর পিছন পিছন ধাওয়া অবধি করেছেন৷ আরও এক খবর অনুযায়ী নিস মাটিন বলে একজন রেস্তোরাঁ কর্মী এক কাস্টমারের কাছ থেকে বিলের ২০ শতাংশ টিপ হিসেবে দাবী করে৷ সেখানে এই ধরনের সততার ভিডিও সত্যি অসাধারণ৷
advertisement
কিন্তু মনে করা হচ্ছে এই ভিডিও স্ক্রিপটেড৷ মূলত এন্টারটেনমেন্টের জন্যই এই ভিডিওটি বানানো হয়েছিল৷ কিন্তু তাও বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ভিডিও এক ভাল বার্তা বহন করে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Waiter Turns Down Rs 83 Lakh: চাকরি ছাড়ার জন্য দেওয়া হল ৮৩ লাখ টাকার লোভ, প্রত্যাখ্যান করলেন রেস্তরাঁকর্মী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement