ট্রেনের এসি কোচ থেকে উদ্ধার ২ কেজি সোনা, নগদ ৫ লাখ টাকা ! তারপর কী ঘটল?

Last Updated:

Ambala Latest News: চলতি বছরেই বিধানসভা নির্বাচন হবে হরিয়ানায়। সেই নিয়ে তৎপরতা তুঙ্গে। বাস ডিপো এবং রেলওয়ে স্টেশনগুলিতে চলছে নাকা তল্লাশি।

ট্রেনের এসি কোচ থেকে উদ্ধার ২ কেজি সোনা, নগদ ৫ লাখ টাকা
ট্রেনের এসি কোচ থেকে উদ্ধার ২ কেজি সোনা, নগদ ৫ লাখ টাকা
Report: Krishna Bali
আম্বালা: হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ধুন্ধুমার। সন্ধ্যায় চেকিং অভিযান চালিয়েছিল আরপিএফ। সেই সময় এক যাত্রীর ব্যাগ থেকে দুই কেজি সোনা এবং অন্য আরেক যাত্রীর কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আয়কর বিভাগে। জানা গিয়েছে, দুই যাত্রীই অমৃতসরের বাসিন্দা। দু’জনেরই জুয়েলারি এবং টেক্সটাইলের ব্যবসা রয়েছে।
advertisement
চলতি বছরেই বিধানসভা নির্বাচন হবে হরিয়ানায়। সেই নিয়ে তৎপরতা তুঙ্গে। বাস ডিপো এবং রেলওয়ে স্টেশনগুলিতে চলছে নাকা তল্লাশি। সেই সূত্রেই সম্প্রতি আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে চেকিং অভিযান চালিয়েছিল আরপিএফ। তখন দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি সোনা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার হয়। দুই কেজি সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। দুই যাত্রীকেই আটক করেছে আরপিএফ।
advertisement
advertisement
ঘটনা প্রসঙ্গে আরপিএফ ইনচার্জ জাভেদ খান বলেছেন, “হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সদর দফতর থেকে সর্বত্র নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। খবর পাওয়া গিয়েছে, নির্বাচনে সময় গণ্ডগোল পাকানোর চেষ্টা হতে পারে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নির্বাচনের সময় সীমান্ত সীল করে দেওয়া হয়। বেশিরভাগ অপরাধী এই সময় ট্রেনেই যাতায়াত করে। কারণ ট্রেনে সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া যায়। আরপিএফের কাছে আগেই খবর ছিল। সেই অনুযায়ী একটা টিম তৈরি করা হয়। ট্রেন লুধিয়ানা থেকে ছাড়তেই ২ নম্বর কোচে তল্লাশি শুরু হয়। সেই সময়ই ২ কেজি সোনা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার হয়েছে।’’
advertisement
ধৃত যাত্রীর কাছ থেকে সোনা সংক্রান্ত কোনও কাগজপত্র পাওয়া যায়নি। তাছাড়া নির্বাচনের সময় ২ লাখের বেশি টাকা নিয়ে যাওয়া যায় না। এমনটাই নিয়ম। বিশেষ প্রয়োজনে লিখিত অনুমতি নিতে হয়। তিনিও কোনও কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই আয়কর বিভাগকে খবর দেয় আরপিএফ। আপাতত দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রেনের এসি কোচ থেকে উদ্ধার ২ কেজি সোনা, নগদ ৫ লাখ টাকা ! তারপর কী ঘটল?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement