নিজের মতো পুতুল চান? ঝড় তুলল '3D মডেল' ট্রেন্ড! কী ভাবে ফ্রিতে বানাবেন নিজের হুবহু 'পুতুল'?

Last Updated:

Nano Banana ট্রেন্ডে Google AI Studio-র Gemini 2.5 Flash Image টুল দিয়ে মুহূর্তে 3D ফিগারিন তৈরি হচ্ছে! Himanta Biswa Sarma ও Emraan Hashmi-র ফিগার ভাইরাল! AI-র জাদুতে সোশ্যাল মিডিয়া মাত!

‘Nano Banana’ 3D ফিগারিন ট্রেন্ডে সোশ্যাল মিডিয়ায় AI-র জাদু উন্মোচিত
‘Nano Banana’ 3D ফিগারিন ট্রেন্ডে সোশ্যাল মিডিয়ায় AI-র জাদু উন্মোচিত
নতুন ভাইরাল ট্রেন্ডে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া—‘Nano Banana’ 3D ফিগারিন ক্রেজ (3D Model)। গুগলের Gemini 2.5 Flash Image টুল, যেটিকে মজার ছলে ‘Nano Banana’ বলা হচ্ছে, মুহূর্তে সাধারণ ছবিকে রূপান্তরিত করছে একেবারে বাস্তবের মতো 3D মডেলে। মুখের অভিব্যক্তি থেকে পোশাক, এমনকি ব্যাকগ্রাউন্ড—সব কিছুই ধরা পড়ছে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে।
ভাবুন তো, আপনার ছবিটা হঠাৎ করেই যদি রূপ নেয় একেবারে আসল খেলনা পুতুলে! ✨ এটাই হচ্ছে এখনকার নতুন ভাইরাল ট্রেন্ড—3D মডেল বা ডিজিটাল ফিগারিন
advertisement
advertisement
থ্রিডি মডেল কী?
সহজ ভাষায়, 3D মডেল মানে হল এমন এক ডিজিটাল অবজেক্ট যেটা দেখতে তিন দিক থেকে—উচ্চতা, প্রস্থ আর গভীরতা। ছবিকে কেবল সমতল ফ্রেমে দেখানোর বদলে সেটাকে একেবারে আসল খেলনার মতো করে ফুটিয়ে তোলে। তাই সোশ্যাল মিডিয়ায় যেসব 3D ফিগার দেখা যাচ্ছে, সেগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে বানানো ডিজিটাল পুতুল।
advertisement
এই ট্রেন্ড বিশেষ জনপ্রিয়তা পায় যখন অসমের মুখ্যমন্ত্রী নিজস্ব 3D ফিগার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপর থেকেই সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বলিউড ফ্যান পেজ পর্যন্ত ভেসে গেছে এই ডিজিটাল ফিগার দিয়ে।
advertisement
🔹 কীভাবে বানাবেন ফ্রি 3D মডেল (Nano Banana Trend):
    1. ভিজিট করুন Google AI Studio: Google AI Studio Link
    2. হোমপেজে গিয়ে ক্লিক করুন “Try Nano Banana” অপশনে।
    3. চাইলে শুধু একটি প্রম্পট লিখেই 3D স্টাইল ফিগার তৈরি করতে পারবেন।
    4. আরও কাস্টমাইজড ফিগার বানাতে চাইলে “+” বোতাম চাপুন এবং নিজের ছবি বা টেক্সট আপলোড করুন।
    5. advertisement
    6. কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে একেবারে অ্যাকশন ফিগারের মতো 3D মডেল, যেটি আপনি ডাউনলোড বা শেয়ার করতে পারবেন।
    7. advertisement
      👉 অনেকে প্রম্পট হিসেবে ব্যবহার করছেন—
      “A realistic 1/7 scale figurine of the pictured characters stands on a clear acrylic base atop a sleek wooden desk… Natural light from a nearby window casts soft shadows, highlighting the model’s textures and craftsmanship.”
      এই ট্রেন্ড এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন। একদিকে মজার, অন্যদিকে একেবারে হাতের নাগালে AI-এর জাদুতে 3D ফিগারিন তৈরি করার সুযোগ
      advertisement
      কেন সবাই বানাচ্ছে নিজের পুতুল?
      👉 মজার জন্য: নিজের মুখ, পোশাক বা স্টাইলকে অ্যাকশন ফিগারের মতো দেখতে কার না ভাল লাগে!
      👉 ট্রেন্ডি: অসমের মুখ্যমন্ত্রী থেকে বলিউড ফ্যান পেজ—সবাই শেয়ার করছে, তাই ব্যবহারকারীরাও পিছিয়ে থাকতে চান না।
      👉 এক্সপেরিমেন্ট: আগে যেখানে থ্রিডি মডেল বানাতে জটিল সফটওয়্যার লাগত, এখন Google AI Studio-র Nano Banana টুলে মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যাচ্ছে।
      এক কথায়, ডিজিটাল যুগের নতুন খেলনা হচ্ছে এই 3D ফিগার—যেখানে রূপকথার মতো কল্পনাকে জীবন্ত করে তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
      বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
      নিজের মতো পুতুল চান? ঝড় তুলল '3D মডেল' ট্রেন্ড! কী ভাবে ফ্রিতে বানাবেন নিজের হুবহু 'পুতুল'?
      Next Article
      advertisement
      GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
      উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
      • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

      • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

      • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

      VIEW MORE
      advertisement
      advertisement