বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, দার্জিলিংয়ে খোলা হবে আরও ৭২টি কোয়ারেন্টাইন সেন্টার

Last Updated:

এই মূহূর্তে পাহাড় ও সমতল মিলিয়ে রয়েছে ১৬টি কোয়ারেন্টাইন সেন্টার।

#শিলিগুড়ি: জেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মোকাবিলায় তৈরী দার্জিলিং জেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় গতকালই রাজ্য টাস্ক ফোর্স গঠন করে। আজই ফোর্সের প্রথম বৈঠক হল শিলিগুড়ি সরকারী গেস্ট হাউসে। বৈঠকে ঠিক হয়েছে জেলায় বাড়ানো হবে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা। এই মূহূর্তে পাহাড় ও সমতল মিলিয়ে রয়েছে ১৬টি কোয়ারেন্টাইন সেন্টার। এক লাফে প্রায় ৫ গুন বাড়ছে সংখ্যাটা। আজ বৈঠক শেষে জেলাশাসক এস পুন্নমবলাম জানান, আরও ৭২টি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হবে। ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টার খোলা হচ্ছে। প্রয়োজনে সংখ্যাটা আরও বাড়ানো হবে।
এখনও পর্যন্ত জেলায় বিভিন্ন কোয়ারেন্টাইনে রয়েছে আড়াই হাজার ভিন রাজ্য থেকে ফিরে আসারা। আর হোম কোয়ারেন্টাইনে রয়েছে প্রায় সাড়ে ৬ হাজার বাসিন্দা। প্রতিনিয়ত তাদের খোঁজ নেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরই সেই বিষয়ে খোঁজ নিচ্ছে। বাইরে থেকে যারাই ঘরে ফিরছেন সকলকেই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা আবশ্যিক বলা হয়েছে সরকারী নির্দেশিকায়। জেলাশাসক জানান, বিশেষ করে ৫টি রাজ্য থেকে ফিরে আসাদের ওপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। সেই রাজ্যগুলি হল দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, চেন্নাই এবং গুজরাট। এই পাঁচ রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক-সহ অন্যান্যদের বাড়তি নজরবন্দী করা হচ্ছে। তিনি জানান, করোনা মানেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থাকতে হবে। সেইসঙ্গে তিনি এও জানান, কলকাতার পর শিলিগুড়িতেও পেইড করোনা চিকিৎসা শুরু হবে। এনিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। দ্রুত তা চালু করা হবে। তিনি এও জানান, এখনও পর্যন্ত করোনা আক্রান্ত অনেক রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও কয়েকজনও দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন।
advertisement
এদিনের বৈঠকে ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার, বিরোধী দলনেতা কাজল ঘোষ, এসজেডিএ'র ভাইস চেয়ারম্যান নান্টু পাল, সদস্য রঞ্জন সরকার, জিটিএ'র প্রতিনিধি সহ জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা।
advertisement
Partha Pratim Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, দার্জিলিংয়ে খোলা হবে আরও ৭২টি কোয়ারেন্টাইন সেন্টার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement