Viral Video: মাছ ভেবে ডাঙায় তুলতেই আতঙ্কে ছুট দেয় মৎসজীবীরা! নদী থেকে কী উঠল এটা! ভয়াবহ

Last Updated:

Viral Video: মাছ ধরার জালে আটকে পড়ে বিরাট দৈত্য! ভয় হবে জানলে

+
photo

photo source collected

মালদহ: মাছ ধরার জালে আটকা পড়ে বিরাট সেই জীব। মাছ ভেবে ডাঙায় তুলতেই আতঙ্কিত হয়ে পড়েন মৎসজীবীরা। জালে জড়িয়ে পড়ায় পালাতে পারেনি এই জীবটি। মৎসজীবীরা জাল থেকে উদ্ধার করে নিয়ে আসে। দড়ি দিয়ে বেঁধে গ্রামে নিয়ে আসে। মাছের বদলে জালে উঠল ঘড়িয়াল! ঘড়িয়ালটি দেখতে ভিড় জমায় আশেপাশের বহু মানুষ। এদিন ঘড়িয়াল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। মৎসজীবী তুফান চৌধুরী বলেন, প্রথমে মাছ ভেবে ধরেছিল। ঘড়িয়াল দেখে ছেড়ে দিই। পরে দুইজন মিলে টেনে তুলি। জালের মধ্যে জড়িয়ে পড়েছিল।আমরা এটি প্রশাসনের হাতে তুলে দিবে। প্রশাসনকে জানানো হয়েছে।
মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর উৎসবটোলা গ্রামের ঘটনা। বর্তমানে ঘড়িয়ালটি মৎসজীবীদের হেফাজতেই রয়েছে। তাঁরা চাইছেন প্রশাসনের পক্ষ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করে নিয়ে গিয়ে অন্য কোথাও ছেড়ে দেয়।মানিকচককের মথুরাপুর উৎসবটোলা গ্রামের মৎসজীবীরা সোমবার গভীর রাতে স্থানীয় ফুলহর নদীতে মাছ ধরার জাল ছেড়ে আসে। মঙ্গলবার ভোরে নদীতে জাল তুলতে যায়। সেই সময় জালে উঠে আসে আস্ত একটি ঘড়িয়াল। প্রথমে মাছ ভেবে উপরে তোলে। ডাঙায় তুলতেই ভয় পেয়ে যায় মৎসজীবীরা। আতঙ্কে মৎস্যজীবীরা ঘড়িয়ালটি বাড়িতে নিয়ে আসেন।
advertisement
advertisement
মৎস্যজীবীরা জানান উদ্ধার ঘড়িয়ালটি বাচ্চা বয়সের। তবে এদিন একটি ঘড়িয়াল উদ্ধার হওয়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ও মৎস্যজীবীদের ধারণা ফুল হওয়ার নদীতে আরও ঘড়িয়াল থাকতে পারে। এ নদীতে আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত স্নান করেন বহু মানুষ এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ঘড়িয়াল উদ্ধারের ঘটনায় সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাই এলাকার বাসিন্দারা চাইছেন প্রশাসনের হস্তক্ষেপ এই আতঙ্ক দূর করার জন্য। উদ্ধার হওয়া ঘড়িলটি তারা প্রশাসনের হাতে তুলে দিতে চান। পাশাপাশি ফুল আর নদীতে আরো ঘড়িয়াল রয়েছে কিনা সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Video: মাছ ভেবে ডাঙায় তুলতেই আতঙ্কে ছুট দেয় মৎসজীবীরা! নদী থেকে কী উঠল এটা! ভয়াবহ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement