Viral Restaurant: মোড়া-এ বসে কফিতে চুমুক, বাঙালিয়ানায় মোড়া ক্যাফেতে উপচে পড়া ভিড়

Last Updated:

এই ক্যাফে রেস্তোরাঁয় কোনওরকম টেবিল-চেয়ার ব্যবহার করা হয়নি। আড্ডা জমেছে মোড়া-এ

+
ক্যাফে

ক্যাফে রেস্তোরাঁর অন্দরে বাঙালিয়ানার ছোয়া!

কোচবিহার: সন্ধ্যে নামলে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা না দিলে চলে না। তবে আড্ডা দেওয়ার পরিবেশ সুন্দর হওয়ার পাশাপাশি আকর্ষণীয় হলে আড্ডা মুহূর্তে জমে যায়। কোচবিহারের এক নতুন ক্যাফে রেস্তোরাঁ দারুন আকর্ষণীয় পরিবেশ নিয়ে হাজির হয়েছে। রয়েছে দেশের নানা প্রান্তের জনপ্রিয় খাবারের সম্ভার।
এই ক্যাফে রেস্তোরাঁয় কোনওরকম টেবিল-চেয়ার ব্যবহার করা হয়নি। একটা সময় বাড়িতে বাড়িতে ব্যবহার করা মোড়া আজ আর দেখতে পাওয়া যায় না। সেই মোড়া দিয়েই বসার জায়গা ও টেবিল বানানো হয়েছে এই ক্যাফে রেস্তোরাঁর মধ্যে।
ক্যাফে রেস্তোরাঁর কর্ণধার সোহাম দেব জানান, দীর্ঘ সময় পর্যন্ত কোচবিহারের কোথাও এই ধরনের অন্য রকম পরিবেশের ক্যাফে-রেস্তোরাঁ ছিল না। তবে এই ক্যাফে রেস্তোরাঁ খোলার পর সেই অভাব পূরণ করার চেষ্টা করেছেন তাঁরা। কোচবিহারের মানুষেরাও শুরুর সময় থেকেই পছন্দ করছেন এই রেস্তোরাঁর পরিবেশ। পরিবেশের পাশাপশি এখানের ভারতের নানা প্রান্তের জনপ্রিয় খাবার বানানো হয়। যেমন বিহারের লিট্টি চোখা, রাজস্থানের পাওভাজি, দিল্লির ছোলাকুলচা, পাঞ্জাবের আলুপারাঠা। রয়েছে আরও নানা আইটেম। এছাড়া বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতি বজায় রাখতে বাঙালির জনপ্রিয় খাবারগুলি তো রয়েছেই মেনুতে।
advertisement
advertisement
ক্যাফে রেস্তোরাঁর গ্রাহক শুভম বণিক জানান, এখানের এই মনোরম পরিবেশ তাঁর মন জয় করে নিয়েছে প্রথম দিনেই। বাঙালি সবেকিয়ানায় ভরপুর মনমুগ্ধ করা পরিবেশ সকলেরই ভাল লাগবে। এর সঙ্গে এখানে যেসব খাবারের মেনু পাওয়া যায় সেগুলি সত্যিই আকর্ষণীয়। ক্যাফের আরেক গ্রাহক পঙ্কজ দাস জানান, বাজেট ফ্রেন্ডলি ক্যাফে হিসাবে এই ক্যাফেটাকে ধরা যেতেই পারে। এই ক্যাফের বিশেষ আকর্ষণ বাঙালির ঘরে ঘরে থাকা মোড়া। এটি এখন প্রায় দেখাই যায় না কোথাও। শীতের সন্ধ্যায় মোড়ায় বসে চা খাওয়া এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Restaurant: মোড়া-এ বসে কফিতে চুমুক, বাঙালিয়ানায় মোড়া ক্যাফেতে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement