Viral Vegetable Seller: ভাইরাল সবজি বিক্রেতা! ছড়া বলে কেটে কেটে বেচাকেনা, সুমত্রর ভ্যানের আওয়াজ পেলেই জমে যায় ভিড়
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Viral Vegetable Seller: ছড়া বলে সবজি বিক্রি করছেন জটেশ্বরের সুমত্র ভৌমিক। কখন সকাল হবে আর কখন সুমত্র সবজি নিয়ে পাড়ায় এসে ছড়া বলবে তার অপেক্ষায় থাকেন জটেশ্বরের বাসিন্দারা।
আলিপুরদুয়ার: ছড়া বলে সবজি বিক্রি করছেন জটেশ্বরের সুমত্র ভৌমিক। কখন সকাল হবে আর কখন সুমত্র সবজি নিয়ে পাড়ায় এসে ছড়া বলবে, তার অপেক্ষায় থাকেন জটেশ্বরের বাসিন্দারা। অন্যান্য জিনিসপত্রের মতোই বেড়েছে সবজির দাম। ফলে দৈনন্দিন সবজি কেনার খরচ বেড়ে গিয়েছে আমজনতার। তবে এমন এক সবজি বিক্রেতার সন্ধান মিলেছে জটেশ্বরে যার কাছে গেলে পয়সা উশুল হয়ে যায় বাসিন্দাদের।
টাটকা সবজি নিয়েই প্রতিদিন পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করেন সুমত্র ভৌমিক। তাঁর বাড়ি জটেশ্বর থেকে কিছুটা দূরে ডালিমপুরে। ছড়া বলে সবজি বিক্রি করতে তিনি পছন্দ করেন।
advertisement
advertisement
লঙ্কাকে তেজস্বিনী বলে বিক্রি করেন তিনি। এইভাবেই নানান সবজির নাম দিয়েছেন তিনি। লকডাউনের পর থেকে সবজির ব্যবসা তিনি শুরু করেছেন। এই বিষয়ে সুমত্র ভৌমিক জানান, “পাড়ায় পাড়ায় গিয়ে সবজি তো অনেকেই বিক্রি করেন। আমি ভাবলাম কিছু নুতনত্ব আনি। তাই সবজির আলাদা নাম দিয়ে শুরু করলাম ছড়া বলা।”
সুমত্রর সঙ্গী একটি পুরনো সাইকেল। এই সাইকেলে চেপে পাড়ায় পাড়ায় ঘুরে যখন তিনি সবজি বিক্রি করেন, তখন তাঁর মুখে কেবলই সবজি নিয়ে ছড়া। তিনি সবজিগুলোকে আলাদা ভাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার মজার মজার ডাকগুলো শুনে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষ।
advertisement
প্রতিদিন ১০ থেকে ১২ রকম সবজি নিয়ে তিনি বের হন কিছু টাকা রোজগারের আশায়। সবজি বিক্রির পাশাপাশি সুমত্রর মজার ছড়া জটেশ্বরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2024 5:49 PM IST
