Jalpaiguri News|| আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়ে সদ্য বিবাহিত স্ত্রীর নিথর দেহ নিয়ে ফিরলেন মিঠু!
- Published by:Shubhagata Dey
Last Updated:
Jalpaiguri: রাস্তা ঘুটঘুটে অন্ধকার ছিল। আর তাতেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সজরে ধাক্কা মারেন।
জলপাইগুড়ি: সদ্য বিয়ে করেছিলেন। পারিবারিক প্রথা মেনে নববিবাহিত বধূকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। হাসিখুশিতেই কাটে গোটা দিন। কিন্তু গভীর রাতে বাড়ি ফেরার সময়ই ঘটল বিপত্তি। সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে আর বাড়ি ফেরা হল না জলপাইগুড়ির মিঠু শিকদারের। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির রাখালদেবী এলাকায়। মিঠু শিকদারদের বাড়ি পূর্ব সেনপাড়ায়। গাড়ি ভাড়া করে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বেরুবাড়ি এলাকায় আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাস্তা ঘুটঘুটে অন্ধকার ছিল। আর তাতেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সজরে ধাক্কা মারেন।
advertisement
advertisement
এই দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক ও মিঠু শিকদারের সদ্য বিবাহিত স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাঁদেরকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সদ্য বিবাহিত স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মিঠু শিকদার। বারবার আক্ষেপ করছেন, কেন যে রাতে বাড়ি ফিরতে গেলেন। না হলে হয়ত আজকের এই দিনটা তাঁকে দেখতে হত না!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 1:54 PM IST