Trinamool Congress:বিধায়কের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি, 'আদি-নব্য' লড়াই ঘিরে উত্তেজনা
- Published by:Sanjukta Sarkar
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
অস্বস্তিতে ’দিদির দূত’ বিধায়ক, কটাক্ষ বিরোধীদের।
মালদহ: সাধারণের সমস্যা শোনার মাঝেই 'দিদির দুত' কর্মসূচিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিধায়কের সামনেই 'হাতাহাতিতে' জড়াল তৃণমূলের দুই পক্ষ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা এলাকায়। মালদহের গাজোলের বাবুপুর এলাকার ঘটনা। এদিন ওই এলাকায় 'দিদির দুত' হিসেবে পৌঁছন রতুয়ার তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়। ওই কর্মসূচিকে ঘিরেই তৃণমূলের আদি ও নব্যগোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।
পুরনো কর্মী হওয়া সত্বেও কর্মসূচির কথা জানানো হয়নি এই অভিযোগ তুলে বাবুপুর স্ট্যান্ড এলাকায় পাল্টা জমায়েত করে বাবুপুর অঞ্চল তৃণমূল চেয়ারম্যান ও পঞ্চায়েত সদস্যের অনুগামীরা। সেইসময় অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওই এলাকায় এসে পৌঁছন তৃণমূল বিধায়ক। এরপর বিধায়কের সামনেই তাঁদের ওপর হামলার অভিযোগ গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। হাতে ঝান্ডা নিয়ে দু'পক্ষের মধ্যে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, মারামারির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ভিড় করে গোলমাল দেখেন স্থানীয় লোকজন। অনেকে গন্ডগোলের ছবি ক্যামেরাবন্দিও করেন।
advertisement
advertisement
ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। দুই গোষ্ঠীর বিবাদ মিটানোর চেষ্টা করেন দিদির দুত বিধায়ক। কিন্তু, তাঁর সামনেই এক গোষ্ঠীর বিরুদ্ধে সরব হয় অন্য গোষ্ঠী। যদিও গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না বলে দুইপক্ষকে শান্ত করার চেষ্টা করেন বিধায়ক। শুধু তাই নয়, একইসঙ্গে দুই পক্ষকে কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও বলেন তিনি। যদিও গোলমালের জেরে বিক্ষুব্ধ গোষ্ঠীর অনেকেই আর দিদির দুত কর্মসূচিতে সামিল হননি।অঞ্চল চেয়ারম্যান হওয়া সত্ত্বেও কর্মসূচির কথা তাঁদের জানানো হয়নি বলে অভিযোগ তোলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা তৃণমূল পঞ্চায়েত সদস্য শামসুদ্দিন মিঁয়া।
advertisement
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি গাজোলে প্রশাসনিক সভায় আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলনেত্রীর সফরের আগে দুই গোষ্ঠীর এই গোলমালের ঘটনায় স্থানীয় রাজনীতিতে হইচই পড়েছে।বিজেপির অভিযোগ, কাটমানি, ভাগ বাটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেস। এরই বহিঃপ্রকাশ ঘটেছে দিদির দুত কর্মসূচিতে। আগামী দিনে এমন ঘটনা আরও ঘটবে। যদিও ক্যামেরার সামনে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তাঁর সঙ্গে ছবি তোলার জন্য দুইপক্ষের মধ্যে হুড়োহুড়ি হয়েছিল। বিরোধীরা মানুষকে প্ররোচিত করার চেষ্টা করছে বলেও পাল্টা দাবি তৃণমূল বিধায়কের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 4:26 PM IST