Accident: রক্তে মাখামাখি শরীর, সজোরে ট্রাক্টরের ধাক্কায় সব শেষ! মর্মান্তিক মৃত্যু টোটো চালকের, আহত আরও ২

Last Updated:

Accident: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালকের। আহত টোটোতে থাকা অন্য দুই যাত্রী। আহতরা সামসী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

পিছনের গাড়ি কমপক্ষে ৮০ কিলোমিটার আসছিল। সজোরে ধাক্কা মারে অ্যাপক্যাবে। পিছনের গাড়ির এয়ার ব্যাগ বেরিয়ে যায়।
পিছনের গাড়ি কমপক্ষে ৮০ কিলোমিটার আসছিল। সজোরে ধাক্কা মারে অ্যাপক্যাবে। পিছনের গাড়ির এয়ার ব্যাগ বেরিয়ে যায়।
মালদহ: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালকের। আহত টোটোতে থাকা অন্য দুই যাত্রী। আহতরা সামসী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরে সামসীর ঘাষিরাম মোড় এলাকাটি ঘটেছে।
জানা গিয়েছে, সামসী ঘাষিরাম মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সামনে টোটো দাঁড়িয়ে ছিল। সেই টোটোতে বসেছিলেন দুই যাত্রী। অন্যদিকে ঘাষিরাম মোড়ের দিকে যাচ্ছিল ট্রাক্টর। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোতে সজোরে ধাক্কা মারে ট্রাক্টর। আচমকা জোড়ালো ধাক্কায় টোটো থেকে ছিটকে পড়ে যায় চালক-সহ দুই যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের।
advertisement
advertisement
স্থানীয়রা আহত দুই যাত্রীকে উদ্ধার করে নিয়ে যান সামসী গ্রামীণ হাসপাতালে। নিহত টোটো চালকের নাম ইশা আলি(৫০),বাড়ি রতুয়া-২ ব্লকের কুমারগঞ্জ এলাকায়।
আহত টোটো যাত্রী লক্ষী মাঝি ও জাক্কার হোসেনের আঘাত গুরুতর। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করেছে। তবে ট্রাক্টর চালক পলাতক। আপতত তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
গোপাল সূত্রধর
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident: রক্তে মাখামাখি শরীর, সজোরে ট্রাক্টরের ধাক্কায় সব শেষ! মর্মান্তিক মৃত্যু টোটো চালকের, আহত আরও ২
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement